bollywood

সুশান্ত-কাণ্ডের তদন্তে চার ঘণ্টা জেরা আদিত্য চোপড়াকে

প্রযোজক আদিত্য চোপড়ার বিরুদ্ধে সুশান্তের অনুরাগীদের এবং বিভিন্ন মাধ্যমে অভিযোগ ওঠে, তাঁকে ছবির কাজের জন্য অফার দিয়েও বার বার সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ২১:১৭
Share:

সুশান্ত সিংহ রাজপুত এবং আদিত্য চোপড়া—ফাইল চিত্র।

মুম্বই পুলিশ যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে জেরা করার
পর আজ টানা চার ঘণ্টা জেরা করল রানি মুখোপাধ্যায়ের স্বামী তথা যশ রাজ
ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। এখনও পর্যন্ত পুলিশ ৩৪ জনের বয়ান
রেকর্ড করেছে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করার পরেও মুম্বই
পুলিশ নানা ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার
খবর সামনে আসার পর থেকেই নেটিজেনদের একটা বড় অংশ কাঠগড়ায় তুলেছে
বলিউডের নামী প্রযোজনা সংস্থাগুলিকে। স্বজনপোষণের কাঁটায় বিদ্ধ হতে
হয়েছিল সুশান্তকে, দাবি করেছেন তাঁর অনুরাগী ও পরিচিতেরা। কঙ্গনা রানাওত
নাম করে ‘মুভি মাফিয়া’ হিসেবে উল্লেখ করেছেন আদিত্য চোপড়া, কর্ণ জোহরদের
নাম। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে পেশাদার জগতে রেষারেষির বিষয়টা শুরু
থেকেই গুরুত্ব দিয়ে দেখছে মুম্বই পুলিশ।

যশ রাজ ফিল্মসের সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঠিক কী
চুক্তি হয়েছিল? কেন তৃতীয় ছবিটি হয়নি? কেনই বা সুশান্তকে তাঁর প্রাপ্য
টাকা দেওয়া হয়নি? যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থার কাস্টিং পরিচালক শানু
শর্মাকে জিজ্ঞাসাবাদ করেও তেমন কোনও স্পষ্ট তথ্য প্রকাশ্যে না আসায় এ বার
আদিত্য চোপড়াকে ডাকল মুম্বই পুলিশ।

Advertisement

আরও পড়ুন: রণবীর কপূর ও আলিয়া ভট্টকে এগিয়ে রাখলেন পরিচালক


প্রযোজক আদিত্য চোপড়ার বিরুদ্ধে সুশান্তের অনুরাগীদের এবং বিভিন্ন
মাধ্যমে অভিযোগ ওঠে, তাঁকে ছবির কাজের জন্য অফার দিয়েও বার বার সরিয়ে
দেওয়া হয়েছে। বলিউডে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে তাঁকে।
জেরার ফলে ঠিক কী তথ্য পেল মুম্বই পুলিশ তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।

Advertisement

আরও পড়ুন: অকপট রিচা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement