Amitabh Bachchan

অমিতাভ থেকে সলমনের ছবির পরিচালকের প্রয়াণে বলিউডে শোকের ছায়া

বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত পরিচালক রাকেশ কুমার। অমিতাভ বচ্চন থেকে সলমন খানের ছবির পরিচালক ছিলেন রাকেশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১২:২১
Share:

শোকস্তব্ধ অমিতাভ-সলমন। ফাইল চিত্র

প্রয়াত পরিচালক রাকেশ কুমার। সত্তর ও আশির দশকে একচেটিয়া হিট ছবি দিয়েছেন দর্শক। অমিতাভ বচ্চনের ‘ইয়ারানা’, ‘মিস্টার নটবরলাল’-এর মতো ছবির পরিচালক ছিলেন রাকেশ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮১। বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন এই পরিচালক। ১০ নভেম্বর মুম্বইয়ে প্রয়াত হন রাকেশ কুমার। আগামী ১৩ নভেম্বর পরিচালকের উদ্দেশে এক প্রার্থনাসভার আয়োজন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। দীর্ঘ দিনের বন্ধু রাকেশের প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ বচ্চন।

Advertisement

অমিতাভের সঙ্গে প্রয়াত পরিচালক রাকেশ। ফাইল চিত্র

রাকেশের প্রয়াণের খবর পেয়ে ভারাক্রান্ত মনে বিগ বি লেখেন, ‘‘এক এক করে সবাই চলে যাচ্ছেন। অসম্ভব ভাল মনের মানুষ ছিলেন রাকেশ। শিল্পীর উপর কোনও আঁচ পড়তে দিতেন না তিনি। রাকেশের ফিল্ম-যাত্রা হয়েছিল পরিচালক প্রকাশ মেহরার ছবি ‘জঞ্জির’-এর সহকারী পরিচালক হিসেবে। তার পর ধীরে ধীরে নিজের পরিচালনায় ‘হেরা ফেরি’, ‘খুন পসিনা’, ‘ইয়ারানা’-র মতো ছবি করেন। দারুণ প্রাণোচ্ছল মানুষ ছিলেন রাকেশ।’’ শেষে অমিতাভ লেখেন, ‘‘আমি সন্দিহান যে আদৌ তোমার প্রার্থনাসভায় যেতে পারব কি না। তুমি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবে।’’

অমিতাভের বচ্চনের সঙ্গে ‘ইয়ারানা’ ছাড়াও, ‘খুন পসিনা’, ‘দো অর দো পাঁচ’, ‘কৌন জিতা কৌন হারা’ ছবিতে কাজ করেছেন। রাকেশের শেষ ছবি ছিল ‘সূর্যবংশী’। এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন সলমন খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement