Gaspard Ulliel

Gaspard Ulliel: স্কি করতে গিয়ে দুর্ঘটনা, মাত্র ৩৭ বছর বয়সে প্রাণ হারালেন ফরাসী অভিনেতা

‘মুন নাইট’, ‘হ্যানিবাল রাইজিং’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন গ্যাস্পার। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৩:৪৭
Share:

গ্যাস্পারের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ তাঁর সহকর্মী এবং অনুরাগীরা।

মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত ফরাসী অভিনেতা গ্যাস্পার উলিয়েল। স্কি করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন। তার পরেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

‘মুন নাইট’, ‘হ্যানিবাল রাইজিং’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন গ্যাস্পার। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু চিকিৎসাতেও সেরে ওঠেননি তিনি।

হলিউডের সংবাদমাধ্যম সূত্রে খবর, স্কি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে গ্যাস্পারের। সেই ব্যক্তিও তখন স্কি করছিলেন। মারাত্নক চোট লাগে অভিনেতার। তড়িঘড়ি হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্যাস্পারকে। কিন্তু শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুর তদন্ত শুরু করবে পুলিশ।

Advertisement

তরুণ অভিনেতার আচমকা অকালমৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মীরা। গ্যাস্পারের জন্য শোক প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement