Money Heist

Money Heist: প্রফেসরের চরিত্রে অর্জুন রামপাল, আর কারা থাকছেন বলিউডি ‘মানি হেইস্ট’-এ?

‘প্রফেসর’, নামই যথেষ্ট। স্পেনের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন তিনি। সের্গিও ওরফে আলভারো মর্তের চরিত্র নিয়ে উন্মাদনা বেড়ে চলেছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৭:১২
Share:
০১ ০৮

‘প্রফেসর’, নামই যথেষ্ট। স্পেনের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন তিনি। সের্গিও ওরফে আলভারো মর্তের চরিত্র নিয়ে উন্মাদনা যেন দিন দিন বেড়ে চলেছে। যদি বলিউড থেকে সেই চরিত্রের জন্য কাউকে বেছে নেওয়া হয়? হিন্দি ভাষায় যদি ‘মানি হেইস্ট’ তৈরি হয়?

০২ ০৮

এমন আশা তো অনেকেই করেছেন। এ বার নাকি তা পূরণ হতে চলেছে। বলি পরিচালক জুটি আব্বাস-মাস্তানের হাত ধরে আসছে ‘থ্রি মাঙ্কিজ’। সূত্রের খবর, এই ছবি স্পেনীয় ওয়েব সিরিজটির ধাঁচে তৈরি হবে।

গ্রাফিক- সনৎ সিংহ

Advertisement
০৩ ০৮

ছবিতে প্রফেসরের চরিত্রে বলি তারকা অর্জুন রামপালকে দেখা যাবে বলে জানা গিয়েছে। আব্বাসের ছেলে মুস্তাফাও অভিনয় করবেন এই ছবিতে।

গ্রাফিক- সনৎ সিংহ

০৪ ০৮

তিন ডাকাত এবং প্রফেসরের গল্প। তাঁদের আপাত উদ্দেশ্য তাদের একই সূত্রে গাঁথা। কিন্তু গোপনে তাঁরা নিজেদের স্বার্থের জন্য লড়াই করে চলেছেন।

০৫ ০৮

আন্তর্জাতিক রোমাঞ্চকর গল্প, ছবি বা ওয়েব সিরিজকে তুলে এনে তাতে ভারতীয় ছোঁয়া দিতে দক্ষ আব্বাস। আশা করা যাচ্ছে এ বারও জনপ্রিয় স্পেনীয় সিরিজে তিনি দেশি স্বাদ আনতে সক্ষম হবেন।

০৬ ০৮

চলতি মাসের শেষে এই ছবির শ্যুটিং শুরু হবে। মুম্বই থেকে শুরু করে দেশের একাধিক জায়গাকে ফ্রেমে ধরা হবে।

০৭ ০৮

২০২২ সালের শেষের দিকে মুক্তি পাবে ‘থ্রি মাঙ্কিজ’। রাষ্ট্রের বিরুদ্ধে গড়ে তোলা প্রতিবাদের গল্প এ বার কোন রূপ নেয়, সেটাই দেখার।

০৮ ০৮

‘বেলা চাও’ গানের কথান্তরের অপেক্ষায় বলি দর্শকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement