New Pair Subhasish And Monami

পর্দায় শুভাশিস-মনামীর অসম জুটি! ‘যতই ব্যবধান থাক, জমিয়ে দেব’, বললেন নায়িকা

এমন অসম প্রেম যে টলিউডে হাতেগোনা! প্রশ্ন শুনে হেসে ফেলেছেন মনামী ঘোষ। জানিয়েছেন, আরও অনেক কিছু ক্রমশ প্রকাশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ২১:০৮
Share:

শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে মনামী ঘোষের বিয়ে? ছবি: ফেসবুক।

টলিপাড়ায় গুঞ্জনের অভাব? কখনও যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তের বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা। কখনও নায়কের পরকীয়ার জেরে তাঁর স্ত্রীর সমস্ত পুরনো ছবি মুছে ফেলা নিয়ে কানাকানি। হালফিলের খবর, শুভাশিস মুখোপাধ্যায়-মনামী ঘোষও নাকি সম্পর্কে জড়িয়েছেন। বিয়েও করতে চলেছেন তাঁরা! ৪০ বছরের ব্যবধান মুছে সত্যিই কি সাত পাক ঘুরছেন? কানে আসতেই মনামীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

তখনই প্রকৃত খবর প্রকাশ্যে। প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নায়িকা। বলেছেন, “একদম সঠিক খবর। তবে সবটাই হচ্ছে পর্দায়।” রাজু মজুমদারের প্রথম ছবি ‘ফণীবাবু যুগ যুগ জিও’তে জুটি বাঁধতে চলেছেন শুভাশিস-মনামী। পর্দায় তাঁরা স্বামী-স্ত্রী। আদ্যন্ত কমেডি ঘরানার এই ছবির খবর ছড়িয়েছে টলিউডে। তাই নিয়ে এত শোরগোল। সত্যিই তো শুভাশিসের সঙ্গে মনামীর বয়সের ব্যবধান বিস্তর। পর্দায় রসায়ন ফুটবে?

এ বিষয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী মনামী। তাঁর দাবি, বয়সের যতই ব্যবধান থাক, তিনি এবং শুভাশিস পর্দায় জমিয়ে দেবেন। চিত্রনাট্য অনুযায়ী, বৃদ্ধস্য তরুণী ভার্যা মনামী। তাঁর সাজে ষাটের দশকের ঝলক। আটপৌরে শাড়ি, কপালে সিঁদুরের বড় টিপ, সিঁথিজোড়া সিঁদুর। শাঁখা-পলায় আদর্শ হিন্দু নারী। ছবিতে তাঁর বড় বড় ছেলেমেয়ে। তারা কিন্তু পোশাকে, কেতায় ঝকঝকে, আধুনিক। হাতে মুঠোফোন, সমাজমাধ্যমে চোখ সারা ক্ষণ। তারা এত ‘বাচ্চা মা’কে মানবে? অভিনেত্রীর দাবি, এটাই মজা। একই সঙ্গে বড় মোচড়।

Advertisement

ছবির শুটিং হবে আগামী মাসে। কলকাতা, শহরতলি, স্টুডিয়ো মিলিয়ে শুটিং করবেন রাজু। গানের দায়িত্বে ‘ভূমি’র সুরজিৎ চট্টোপাধ্যায়। আপাতত শুধুই লুক সেট হয়েছে। মনামীর কথায়, “রাজুর এটা প্রথম ছবি। চিত্রনাট্য পড়ে ওঁর উপরে আমার ভরসা বেড়েছে। আমার মতো শুভাশিসদাও খুব উত্তেজিত। এর আগে কোনও পরিচালক এ রকম গল্প, এমন অভিনব জুটির কথা ভাবেননি।” প্রযোজনায় আদিকা প্রোডাকশনস। নিবেদনে আদিত্য অশোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement