মীর আফসার আলি।
শনিবার ‘ওয়ার্ল্ড ট্যাটু ডে’। অর্থাৎ বিশ্ব উল্কি দিবস। এই বিশেষ দিনে অনেক ভেবেচিন্তে নিজের হাতে উল্কি এঁকে ফেললেন অভিনেতা-সঞ্চালক মীর আফসার আলি। কিন্তু এই উল্কি যেমন তেমন নয়! মীরের হাতের উল্কি নাকি অদৃশ্য। খালি চোখে সেটি দেখতে পাওয়া যায় না।
বিষয়টি আরও একটু খোলসা করে বলা যাক।
শনিবার সকাল সকাল ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন মীর। শুধু মাত্র তাঁর হাতের কিছুটা অংশ দৃশ্যমান সেখানে। ছবিটি দিয়ে বিবরণীতে লিখেছেন, ‘নিজেকে অনেক বোঝানোর পর অবশেষে বাঁ হাতের উপরের অংশে উল্কি করে ফেললাম। এই উল্কিটার একটা বিশেষত্ব আছে এবং এটি সকলের জন্য নয়।’ এর পরেই হাতের উল্কির নাম এবং বিশেষত্ব প্রকাশ করেছেন মীর, “এই উল্কির নাম ট্যাটু ডে ইনভিসবলি। খালি চোখে এই উল্কি দেখা যায় না। ১৭ জুলাই, বিশ্ব উল্কি দিবস পালন করতে একজন ফরাসি শিল্পীকে দিয়ে এটি আঁকিয়েছি।’
এখানেই থেমে যাননি মীর। হাতের ছবি প্রসঙ্গে পোস্টের শেষে মজা করে লিখেছেন, ‘প্রথম দর্শনে অন্য কিছু মনে হতে পারে। তার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী!’
মীরের রসবোধের সঙ্গে পরিচিত নন, এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া দায়। আসলে তিনি হাতে কোনও উল্কিই করাননি। সকলের সঙ্গে মজা করতেই হাতের ছবি দিয়ে ‘অদৃশ্য উল্কি’ করানোর কথা লিখেছেন। আবার নামকরণ করেছেন ‘ট্যাটু ডে ইনভিসবলি।’
মীরের কার্যকলাপে মুগ্ধ তাঁর অনুরাগীরা। নেটমাধ্যমের মন্তব্য বাক্সে উপচে পড়ছে হাসির চিহ্ন। কেউ কেউ আবার লিখেছেন, ‘মীরদা তুমি সেরা।’ মানুষকে হাসাতে যে তাঁর জুড়ি মেলা ভার, আরও এক বার সে কথাই প্রমাণ করলেন মীর।