মিমি চক্রবর্তী।
বছর শেষে লিখে ফেললেন সরল এক প্রেমকাব্য সাগরের কাছে। গেয়ে উঠলেন রবীন্দ্রনাথের গান, ‘তোমার খোলা হাওয়া’। বড়দিনে ভক্তদের হঠাৎ রবীন্দ্রনাথ উপহার দিলেন কেন? আনন্দবাজার ডিজিটালকে মিমি বললেন, ‘‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গান আমার খুব প্রিয়। আর এই কুৎসিত বছর চলে যাচ্ছে। নতুন বছরকে আহ্বান করার জন্য এর চেয়ে ভাল গান আর নেই। এই গানে মুক্তির কথা বলা আছে।’’
কথা আর গান মিশে গিয়েছে মিমির গানের এই নতুন ভিডিয়োতে। গান পোস্ট হতেই নেটাগরিকদের শুভেচ্ছা। বেশ কিছু দিন আগে ‘আমার পরান যাহা চায়’ গেয়েছিলেন মিমি। ঘুরে ফিরে সেই প্রেমের গান? প্রশ্ন করতেই মিমি বললেন, ‘‘কিছু গান আছে যেগুলো খুব গাইতে ইচ্ছে করে। যেমন ‘আমি তোমার প্রেমে হব সবার’ গানটাও রেকর্ড করার ইচ্ছে আছে। প্রেম নয়। গান হিসেবেই ভাল লাগে।’’
মিমি রবীন্দ্রনাথের গান গাইলেই মনে আসে ‘গানের ও পারে’ ধারাবাহিকের ‘পুপে’-র কথা। প্রসঙ্গ তুলতেই মিমি বললেন, ‘‘এটা অনেকেই বলেন। তবে এখন আমি আর পুপের মতো দেখতে নই। পুপের মতো গান করি হয়তো।’’