Mimi Chakraborty

বড়দিনে রবীন্দ্রনাথের গানে মিমি লিখলেন তাঁর নতুন প্রেমকাব্য

মিমি রবীন্দ্রনাথের গান গাইলেই মনে আসে ‘গানের ও পারে’ ধারাবাহিকের ‘পুপে’-র কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৯:১৪
Share:

মিমি চক্রবর্তী।

বছর শেষে লিখে ফেললেন সরল এক প্রেমকাব্য সাগরের কাছে। গেয়ে উঠলেন রবীন্দ্রনাথের গান, ‘তোমার খোলা হাওয়া’। বড়দিনে ভক্তদের হঠাৎ রবীন্দ্রনাথ উপহার দিলেন কেন? আনন্দবাজার ডিজিটালকে মিমি বললেন, ‘‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গান আমার খুব প্রিয়। আর এই কুৎসিত বছর চলে যাচ্ছে। নতুন বছরকে আহ্বান করার জন্য এর চেয়ে ভাল গান আর নেই। এই গানে মুক্তির কথা বলা আছে।’’

Advertisement

কথা আর গান মিশে গিয়েছে মিমির গানের এই নতুন ভিডিয়োতে। গান পোস্ট হতেই নেটাগরিকদের শুভেচ্ছা। বেশ কিছু দিন আগে ‘আমার পরান যাহা চায়’ গেয়েছিলেন মিমি। ঘুরে ফিরে সেই প্রেমের গান? প্রশ্ন করতেই মিমি বললেন, ‘‘কিছু গান আছে যেগুলো খুব গাইতে ইচ্ছে করে। যেমন ‘আমি তোমার প্রেমে হব সবার’ গানটাও রেকর্ড করার ইচ্ছে আছে। প্রেম নয়। গান হিসেবেই ভাল লাগে।’’

মিমি রবীন্দ্রনাথের গান গাইলেই মনে আসে ‘গানের ও পারে’ ধারাবাহিকের ‘পুপে’-র কথা। প্রসঙ্গ তুলতেই মিমি বললেন, ‘‘এটা অনেকেই বলেন। তবে এখন আমি আর পুপের মতো দেখতে নই। পুপের মতো গান করি হয়তো।’’

Advertisement

আরও পড়ুন: বড়দিনে রাজ-শুভশ্রীকে সান্তাক্লজের উপহার ইউভান?

বড়দিনের ধামাকা! এ বার ‘টুম্পা’ নাচলেন কাঞ্চন মল্লিক​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement