Bollywood Scoop

জন্মদিনে একা, দীপাবলিতেও মালাইকার পাশে স্রেফ পরিবার! অর্জুনের সঙ্গে দূরত্ব কি ক্রমশই বাড়ছে?

৪৮তম জন্মদিনে তাঁর পাশে ছিলেন না তাঁর প্রেমিক। আলোর উৎসবেও স্রেফ নিজের পরিবারকেই পাশে পেলেন মালাইকা অরোরা। কোথায় দীপাবলি কাটালেন অর্জুন কপূর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৬:৩১
Share:

মালাইকা অরোরা ও অর্জুন কপূর। ছবি: সংগৃহীত।

মাসখানেক ধরে বলিউড সরগরম মালইকা অরোরা ও অর্জুন কপূরের বিচ্ছেদের গুঞ্জনে। কয়েক মাস আগেই কানাঘুষো শোনা যায়, যুগলের এত বছরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই সম্পর্কের সমীকরণ নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। অগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা ও অর্জুন। এক রবিবার মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন বনি-পুত্র। সেই দিনই আবার ডিনার ডেটেও দেখা যায় যুগলকে। তার পর গোটা সেপ্টেম্বর মাসে এক বারও একসঙ্গে দেখা যায়নি যুগলকে। অক্টোবরের শুরুতে এক অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দেন মালাইকা ও অর্জুন। তবে তাও স্রেফ পেশাগত দায়বদ্ধতার খাতিরে। সম্প্রতি মালাইকার জন্মদিনেও দেখা মেলেনি অর্জুনের। দুবাইয়ে একাই নিজের জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেত্রী। এ বার দীপাবলির উৎসবেও অর্জুনহীন মালাইকা।

Advertisement

আলোর উৎসব উপলক্ষে গত সপ্তাহে সেজে উঠেছিল বলিপাড়া। একাধিক পার্টিতে দেখা গিয়েছিল বিনোদন জগতের নামজাদা তারকাদের। সম্প্রতি কপূরদের আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন অর্জুনও। সেখানে দেখা মেলেনি মালাইকার। পরিবার ও বোন অমৃতা অরোরার সঙ্গে চলতি বছরের দীপাবলি উদ্‌যাপন করলেন মালাইকা। সেই দিনেও তাঁর পাশে নেই অর্জুন। তবে সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করতেই সেই ছবিতে ‘লাইক’ দিতে ভোলেননি বনি-পুত্র। সম্পর্কের সমীকরণে কিছু বদল এলেও এখনও যে একে অপরের হাত ছাড়েননি তাঁরা, সেই প্রমাণই বোধ হয় আরও এক বার দিলেন অর্জুন, দাবি নেটাগরিকদের। খবর, কপূর পরিবারে দীপাবলি উপলক্ষে পুজো থাকার কারণেই নাকি মালাইকার সঙ্গে থাকতে পারেননি অর্জুন।

১৯৯৮ সালে সলমন খানের ভাই আরবাজ় খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালাইকা। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ় এবং মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের কপূরের সঙ্গে তাঁর সমীকরণ তত দিনে বলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। ২০১৯ সালে শেষ পর্যন্ত সমাজমাধ্যমের পাতায় নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা এবং অর্জুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement