Malaika Arora-Arjun Kapoor

বিচ্ছেদের গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে ফের একসঙ্গে মালাইকা-অর্জুন? ভাঙা মন কি জোড়া লাগল!

গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন। তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সমাজমাধ্যমেই একাধিক বার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
Share:

ফের একসঙ্গে মালাইকা-অর্জুন? ছবি: সংগৃহীত।

ফের একসঙ্গে মালাইকা অরোরা ও অর্জুন কপূর? শুক্রবার রাতের এক অনুষ্ঠান ফের এই জল্পনাই উস্কে দিল। এ দিন একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা ও অর্জুন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত।

Advertisement

গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন। তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সমাজমাধ্যমেই একাধিক বার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে মালাইকা সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনও কথা বলেননি। অন্য দিকে অক্টোবরে এক অনুষ্ঠানে গিয়ে জনসমক্ষে অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘সিঙ্গল’। সেই দিনই এক প্রকার বিচ্ছেদের জল্পনায় পড়েছিল সিলমোহর।

ফের শুক্রবার এক অনুষ্ঠানে দেখা যায় প্রাক্তন জুটিকে। মালাইকা এ দিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে। মালাইকার এই সাজ এই মুহূর্তে সমাজমাধ্যমের চর্চায়। অন্য দিকে অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টিশার্ট। দু’জনকেই অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গিয়েছে এ দিন। কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাঁদের। তাই দু’জনের মধ্যে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা এখনও দেখা যায়নি।

Advertisement

গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে, জানিয়েছিলেন সেই সূত্র। কিন্তু তার পরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের। তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অর্জুন। দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement