Neymar

কমেছে নেমারের বেতন, তবু প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা রোজগার ব্রাজিলীয় ফুটবলারের

আগের তুলনায় বেতন কমেছে নেমারের। তার পরেও গত মরসুমে প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার করেছেন ব্রাজিলীয় ফুটবলার। অবাক হচ্ছে ফুটবলবিশ্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৯
Share:

আল হিলালের জার্সিতে নেমার। —ফাইল চিত্র।

নেমার আর চোট যেন সমার্থক। প্রতি মরসুমে একটা বড় সময় চোটে মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। আগের তুলনায় বেতন কমেছে নেমারের। তার পরেও গত মরসুমে প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার করেছেন ব্রাজিলীয় ফুটবলার। অবাক হচ্ছে ফুটবলবিশ্ব।

Advertisement

সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলেন নেমার। গত মরসুমে তাঁর বেতন ছিল ভারতীয় মুদ্রায় ৮৯০ কোটি টাকা। কিন্তু গোটা মরসুমে মোট ৪২ মিনিট খেলেছেন তিনি। বাকি সময় চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে। অর্থাৎ, প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার হয়েছে নেমারের।

গত মরসুমে নেমারের চোটে বিরক্ত আল হিলাল। আগামী মরসুমে তাঁকে আর রাখতে চাইছে না ক্লাব। হয়তো ছেড়ে দেওয়া হবে নেমারকে। শোনা গিয়েছে তাঁকে নিতে চাইছে ইন্টার মায়ামি। অর্থাৎ, পুরনো সতীর্থ লিয়োনেল মেসি, লুই সুয়ারেস, সের্খিয়ো বুস্কেৎস ও জর্ডি আলবার সঙ্গে তাঁর খেলার কথা শোনা যাচ্ছিল। তবে আল হিলালেল কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, আপাতত তেমন কোনও কথা তাঁদের জানা নেই।

Advertisement

২০১৭ সালে ফ্রান্সের ক্লাব প্যারিস সঁ জরমঁ-এ খেলতেন নেমার। তখন তিনি ২১০০ কোটি টাকা বেতন পেতেন। কিন্তু প্যারিসেও চোটের ধাক্কায় অনেক ম্যাচ খেলতে পারেননি নেমার। ফলে তাঁকে ছেড়ে দেয় ক্লাব। তার পরেও নেমারের রোজগারে অবাক হচ্ছে ফুটবলবিশ্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement