Tollywood

শুরু হল মৈনাকের নতুন ছবি, খোলা পিঠ-এলো চুলে ভাইরাল মধুমিতার ভিডিয়ো

আজ থেকে শুরু হল মৈনাক ভৌমিকের নতুন ছবির শুট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫০
Share:

মধুমিতা সরকার।

পুজোয় নতুন জামা নয়, ‘চিনি’ আর ‘দেবদাস’-এ নতুন কাজের খবর উপহার দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ইদানীং সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে অভিনেত্রীদের ভিডিয়ো শুটে।অভিনেত্রী, সাংসদ নুসরত জাহানের ভিডিয়ো শুটের তলায় প্রথম কমেন্ট লেখেন মধুমিতার এক ভক্ত, “মধুমিতা তোমার ভিডিয়ো শুট চাই।” এর পর থেকেই ইনস্টাগ্রামে ট্রেন্ডিং “মধুমিতা তোমার নতুন লুকের ভিডিয়ো চাই।” অভিনেত্রী ইশা সাহার ভিডিয়োর নীচেও এক নেটাগরিক লেখেন, “কেউ মধুমিতার ভিডিয়ো বানাও।’’
অবশেষে ভক্তদের খুশি করতে মধুমিতা পাখির ইমেজ মুছে নতুন লুকে ধরা দিলেন। বৃহস্পতিবার প্রকাশিত হল তাঁর ভিডিয়োর টিজার। এলো চুল, খোলা পিঠে ঝড় তুলেছেন তিনি।ভিডিয়োর টিজার পোস্টের পর নেটাগরিকদের মধ্যে তার তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লিখছেন, “এই ভিডিয়ো করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে মারাত্মক ভাবে সাহায্য করবে…ট্রায়াল পরীক্ষার কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হোক!”

Advertisement

আরও পড়ুন: ছবির গান ও ইন্ডিপেন্ডেন্ট গানে ইউটিউবে ভিউজ়ের তারতম্যে কেন?

ভিডিয়োর টিজার পোস্টের পর নেটাগরিকদের প্রতিক্রিয়া। গ্রাফিক চিত্র : শৌভিক দেবনাথ।

Advertisement

আরও পড়ুন: লন্ডনে এসে ডায়েটের ছুটি, রোজ ব্রাউনি খাচ্ছি: প্রিয়াঙ্কা

এ দিন থেকে শুরু হল মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘চিনি’-র শুট। এই ছবিতে মা-মেয়ের গল্প বলবেন পরিচালক।ফ্যামিলি ড্রামা বা রম-কমে বরাবরই সিদ্ধহস্ত মৈনাক।‘চিনি’ও পুরোপুরি নারীকেন্দ্রিক ছবি। মধুমিতা এই প্রথম মৈনাকের ছবিতে কাজ করবেন। সিনেমার কেরিয়ারে এটা মধুমিতার দ্বিতীয় ছবি।

এলো চুল, খোলা পিঠে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মধুমিতা।

Wait for it...🎞 . . 🎥 @bipradip_chakraborty 📸 @siladitya_dutta 💄@sumanmakeupartist 👗@kiara__sennnn

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement