Naina Bachchan

Kunal Kapoor-Naina Bachchan: বচ্চন পরিবারে নতুন সদস্য, বাবা হলেন নায়ক কুণাল কপূর

‘রং দে বসন্তী’-র অভিনেতা টুইট করে প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন তাঁর ভক্তদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৮:০১
Share:

কুণাল এবং নয়নার বিয়ের ছবি

বাবা হলেন বলি অভিনেতা কুণাল কপূর। তাঁর স্ত্রী নয়না বচ্চন রবিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ‘রং দে বসন্তী’-র অভিনেতা টুইট করে প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন তাঁর ভক্তদের। কুণাল লিখলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষীদের জানাই, আমি আর নয়না পুত্রসন্তানের অভিভাবক হয়েছি। অগাধ আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা।’

২০১৫ সালে অভিষেক বচ্চনের তুতো বোনের সঙ্গে বিয়ে হয় কুণালের। নয়নার সঙ্গে মাঝে মাঝেই ছবি পোস্ট করেন ‘লগা চুনরি মে দাগ’-এর অভিনেতা।

Advertisement

কুণালের এই পোস্টের তলায় বলি তারকাদের শুভেচ্ছার ভিড় জমেছে। হৃতিক রোশন, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, অঙ্গদ বেদী, দিনো মোরিয়া প্রমুখ ভালবাসা জানিয়েছেন একরত্তিকে।

তা ছাড়া অভিষেক এবং তাঁর দিদি শ্বেতা বচ্চন তাঁদের পরিবারের নতুন ছোট্ট সদস্যকে মন্তব্য বাক্সে ভালবাসা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement