Kumkum Bhagya

বাবা খুন করে ফেলবেন, ভয়ে বাড়ি ছাড়া হলেন ধারাবাহিকের অভিনেত্রী!

তৃপ্তি তাঁর যুক্তির সপক্ষে মায়ের ভিডিয়ো পোস্ট করেন যেখানে শোনা যায় তৃপ্তির মা বলছেন বিয়ের পর থেকেই তিনি গার্হ্যস্থ হিংসার শিকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ১৪:৫৪
Share:

বাবার ভয়ে মহারাষ্ট্রের বরেলির বাড়ি ছেড়ে মা’কে নিয়ে চলে আসেন তৃপ্তি, কারণ তৃপ্তির মতোই তাঁর মা-ও বাবার কাছে সুরক্ষিত নন—ছবি:ইনস্টাগ্রাম

পছন্দের পাত্রকে বিয়ে করতে চাননি বলে তাঁর বাবা তাঁকে মেরে ফেলতে চান বলে অভিযোগ আনলেন হিন্দি ধারাবাহিকের এক অভিনেত্রী। শুধু তাই নয়, বাবার হাত থেকে বাঁচতে মা’কে নিয়ে তিনি বাড়ি ছাড়া হয়েছেন।

একতা কপূরের জনপ্রিয় ধারবাহিক ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের অভিনেত্রী তৃপ্তি শঙ্খধর এক ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন, তাঁর বাবা রামদা শঙ্খধর তাঁকে হত্যার চেষ্টা করেছেন। ১৯ বছরের তৃপ্তি জানান, “বাবা আমায় চুল ধরে মারতে থাকে। আমি ২৮ বছরের এক ছেলেকে বিয়ে করব না বলে বাবা শুধু আমার গায়ে হাত তোলে না, আমায় মেরেও ফেলতে চায়।” বাবার ভয়ে মহারাষ্ট্রের বরেলির বাড়ি ছেড়ে মা’কে নিয়ে চলে আসেন তৃপ্তি, কারণ তৃপ্তির মতোই তাঁর মা-ও বাবার কাছে সুরক্ষিত নন। তৃপ্তি প্রচণ্ড আতঙ্কিত হয়ে একের পর এক ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করতে থাকেন। আর এক ভিডিয়োয় তিনি লেখেন, ‘‘আমি আর আমার মা নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি। এখানে কারও কিছু বলার নেই। আমার বাবা পুলিশে গিয়ে বলতে পারেন আমাদের কিডন্যাপ করা হয়েছে। বাবা এই বলে আসলে পুলিশের সাহায্যে আমাদের বাড়ি ফিরিয়ে মেরে ফেলতে পারেন!”

তৃপ্তি তাঁর যুক্তির সপক্ষে মায়ের ভিডিয়ো পোস্ট করেন যেখানে শোনা যায় তৃপ্তির মা বলছেন বিয়ের পর থেকেই তিনি গার্হ্যস্থ হিংসার শিকার। তাঁর স্বামী বাড়িতে কাউকে আসতে অবধি দেন না। তিনি ওই বাড়িতে আর ফিরতে চান না।

Advertisement

আরও পড়ুন: উধাও বেবি বাম্প!

তৃপ্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে মুম্বই পুলিশ-সহ তাঁর ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চেয়েছেন।

বেশ কিছু দিন আগে তেলুগু ছবি ‘ওয়ে ইডিয়ট’-এর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তৃপ্তি।

Advertisement

আরও পড়ুন: কেন অল্পেই খুশি অমিতাভ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement