Akshay Kumar

Koffee With Karan: সামান্থাকে কোলে তুলে নিলেন অক্ষয়, অভিনেত্রী বললেন তাঁর কাঙ্ক্ষিত পুরুষের নাম!

প্রকাশ্য আসছে তারকাদের গোপন কথা। অভিযোগ, বিতর্ক, রটনায় জমজমাট কর্ণ জোহরের ‘টক-শো’।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৩:০২
Share:

অক্ষয় কুমার কোলে তুলে নিলেন সামান্থাকে। সামান্থার চোখে-মুখে প্রশ্রয়ের ইঙ্গিত। হতবাক সঞ্চালক। এভাবেই ‘কফি উইথ করণ-৭’ –এর তৃতীয় পর্বের অতিথিদের নাটকীয় প্রবেশ। ঠিক যে ভাবে বরের কোলে চেপে নতুন বউ শ্বশুরবাড়িতে ঢোকে। কিছু দিন আগে বিয়ের পর আমজনতার সামনে এ ভাবেই আলিয়াকে কোলে তুলে নিয়েছিলেন রণবীর। তেমন দৃশ্যই দেখল দর্শকও ‘কফি উইথ করণ-৭’ এর তৃতীয় পর্বের প্রথম ঝলকে। আর এতেই অনুষ্ঠানের পারদ ঊর্ধ্বমুখী। ‘কফি উইথ করণ-৭’ এর প্রতিটি পর্বেই থাকছে নতুন চমক। এই অনুষ্ঠানে এসে কেউ বলছেন পছন্দের পুরুষের কথা তো কেউ আবার সঞ্চালকের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ‘প্রশ্নচুরি’-র। তৃতীয় পর্বও আকর্ষণীয় হতে চলেছে বলিউডের ‘মি খলাড়ি’ ও সামান্থার দৌলতে। সদ্য মুক্তি পাওয়া প্রথম ঝলক অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।

Advertisement

গত বছরই ‘অন্তাভা’ গার্ল’ সামান্থার সঙ্গে দক্ষিণী অভিনেতা চৈতন্য আক্কিনেনির বিয়ে ভেঙে যায়। এই শোতে সামান্থার বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই কর্ণকে দক্ষিণী সুন্দরীর জবাব ‘‘আপনার ছবির গল্পই বিয়ে ভাঙার কারণ। আপনি দেখিয়েছেন সংসার মানেই কে৩জি, আদতে সংসার হল কেজিএফ।’’ শুধু তই নয়, ম্যাজিক সোফায় বসে সামান্থার মুখে পছন্দের পুরুষ রণবীর সিংহর নাম! সামান্থার ব্যাচেলর পার্টিতে বিশেষ অতিথি হবেন রণবীর সিংহ, এমনটাই চান সুন্দরী। অক্ষয়ের কাছে সঞ্চালক প্রশ্ন করেন, টুইঙ্কলের শারীরিক অবস্থা নিয়ে ক্রিস রক যদি ঠাট্টা করতেন, অক্ষয় কী করতেন? ‘মি খিলাড়ি’-র উত্তর চমকে দেয় সবাইকে। অক্ষয় উত্তর দেন ‘ওর শ্রাদ্ধের জন্য টাকার ব্যবস্থা করতাম।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement