Kashmera Shah

গোবিন্দর পর দুর্ঘটনা ভাগ্নে-বৌ কাশ্মীরার সঙ্গে, কাছে নেই স্বামী ক্রুষ্ণা!

ইনস্টাগ্রাম স্টোরিতে রক্তভেজা তোয়ালের ছবি ভাগ করে নেন কাশ্মীরা শাহ। তবে কি বড়সড় কিছু ঘটে গেল তাঁর সঙ্গে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:১২
Share:

কী এমন ঘটল কাশ্মীরার সঙ্গে? ছবি: সংগৃহীত।

মাস কয়েক আগেই আহুজা পরিবারে বড় দুর্ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছিলেন অভিনেতা গোবিন্দ। সুস্থ হয়ে ওঠার পর ফের সমস্যা তৈরি হয়েছে তাঁর। রবিবার ভোটের প্রচারে বেরিয়ে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি। এ বার দুর্ঘটনার মুখে অভিনেতার ভাগ্নে-বৌ কাশ্মীরা শাহ। এই মুহূর্তে আমেরিকায় আছেন কাশ্মীরা, সেখানেই বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন। বেশ কিছুটা রক্তক্ষরণও হয়েছে তাঁর। ইনস্টাগ্রাম স্টোরিতে রক্তভেজা তোয়ালের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। প্রাণে বেঁচে যাওয়ায় জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ঈশ্বরের কাছে। তবে বার বার মনে পড়ছে স্বামী ক্রুষ্ণার কথা।

Advertisement

দুর্ঘটনার পর কাশ্মীরা লেখেন, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কী ভয়ঙ্কর দুর্ঘটনা! আরও অনেক বড় কিছু হতে পারত আমার। জীবনের প্রত্যেকটা মুহূর্ত বাঁচার চেষ্টা করো। জীবন ভীষণ অনিশ্চিত। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্তে নিজের সম্পূর্ণ জীবন বাঁচার চেষ্টা কর। আমি এখন বাড়ি ফেরার অপেক্ষা করছি। পরিবারের সকলের কথা বড্ড মনে পড়ছে।’’ কী ভাবে ঘটল এই দুর্ঘটনা, সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি কাশ্মীরা।

১৯৯৬ সালে ‘ইয়েস বস্’ ছবিটি দিয়ে অভিনয় জগতে আসেন কাশ্মীরা। মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান এবং জুহি চাওলা। এর পর কাশ্মীরাকে দেখা গিয়েছে ‘প্যার তো হোনা হি থা’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘কঁহি প্যার না হো যায়ে’ ইত্যাদি ছবিতে। যোগ দিয়েছিলেন ‘বিগ বস্’, ‘খতরোঁ কে খিলাড়ি’-র মতো অনুষ্ঠানে। ২০১৩ সালে ক্রুষ্ণার সঙ্গে বিয়ে হয় তাঁর। দুই সন্তান রায়ান এবং কৃশাঙ্গকে নিয়ে সুখী দাম্পত্য তাঁদের। অন্য দিকে, ‘কমেডি সার্কাস’, ‘কপিল শর্মা শো’-র মতো হাস্যকৌতুকের অনুষ্ঠানগুলি ক্রুষ্ণাকে জনপ্রিয়তা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement