Salman Khan

‘কী এমন নায়ক’! সলমনকে নিয়ে মিথ্যাচার, প্রকাশ্যে ক্ষমা চাইতে হল অশ্নীর গ্রোভারকে

‘শার্ক ট্যাঙ্ক’খ্যাত উদ্যোগপতি দাবি করেন, তিনি নাকি সলমনের সঙ্গে টানা তিন ঘণ্টা বৈঠক করেন। বৈঠকের পরে অশ্নীর ছবি তুলতে চান। কিন্তু, সলমনের সংস্থার কর্মীরা ছবি তুলতে দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৩:৩৮
Share:

সলমন খানের কাছে ক্ষমা চাইলেন অশ্নীর গ্রোভার। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ১৮’-এর মঞ্চে সলমন খানের মুখোমুখি অশ্নীর গ্রোভার। অশ্নীর গ্রোভার একটা সময়ে সলমন খানকে নিয়ে প্রকাশ্যে কয়েকটি দাবি করেছিলেন। সেই দাবির সত্যতা সরাসরি উদ্যোগপতিকে জিজ্ঞাসা করলেন ভাইজান। পুরনো হিসাব নিয়ে বোঝাপড়া করলেন দু’জনে। এমনকি ক্যামেরার সামনে ক্ষমা পর্যন্ত চাইলেন অশ্নীর।

Advertisement

‘উইকেন্ড কা ভার’ এপিসোডে হাজির হন অশ্নীর। ‘বিগ বস্‌’-এর ঘরে যাওয়ার আগে সলমনের মুখোমুখি হন তিনি। অশ্নীর মঞ্চেই প্রশ্নবাণে বিদ্ধ হন। স্বীকার করে নেন নিজের ভুল।

কিন্তু ঠিক কী হয়েছিল? ২০১৯ সালে তাঁর সংস্থার মুখ হিসাবে সলমন খানকে নেওয়া হয়। এই বিষয়ে অশ্নীর দাবি করেছিলেন, সলমন খান নাকি ৭.৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর কথা বলার পরে নাকি তিনি ৪.৫০ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। অন্য আর এক জায়গায় ‘শার্ক ট্যাঙ্ক’খ্যাত উদ্যোগপতি দাবি করেন, তিনি নাকি সলমনের সঙ্গে টানা তিন ঘণ্টা বৈঠক করেন। বৈঠকের পরে অশ্নীর ছবি তুলতে চান। কিন্তু সলমনের সংস্থার কর্মীরা ছবি তুলতে দেননি। এই নিয়ে অশ্নীর মন্তব্য করেছিলেন, “ধুর! তুলব না আমি ছবি। কী এমন বড় নায়ক!”

Advertisement

অবশেষে এই বিষয় নিয়ে খোলা মঞ্চে সলমনের সঙ্গে কথা বললেন অশ্নীর। প্রথমেই সলমন স্পষ্ট জানিয়ে দেন, অশ্নীরকে তিনি কখনও দেখেননি পর্যন্ত। তাই বৈঠকের প্রশ্নই উঠছে না। ‘বিগ বস্‌’-এর নির্মাতাদের কাছে তাঁর নাম প্রথম শোনেন। তাই এমন দাবি কেন করলেন অশ্নীর? প্রশ্ন রাখেন ভাইজান।

অশ্নীর উত্তরে বলেন, “আসলে আপনাকে সংস্থার মুখ হিসাবে পাওয়ার এটা একটা কৌশল ছিল আমার। এটা আমাদেরই সুবিধার জন্য। আমি বলতে চেয়েচিলাম, আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে পাওয়া বড় ব্যাপার হবে।”

সলমন এই উত্তর শুনে বলেন, “আপনি বিষয়টি ব্যাখ্যা করলেন, ভাল লাগল। আমি একটি ভিডিয়ো দেখেছি। আপনি দাবি করেছিলেন, আমার সঙ্গে নাকি নির্দিষ্ট অর্থের বিনিময় চুক্তি হয়েছে। এগুলো তো একটাও সত্যি নয়। এই ধরনের মিথ্যাচার করা তো ঠিক নয়।”

পুরনো ভিডিয়োয় ঔদ্ধত্যের সঙ্গে কথা বলেছিলেন অশ্নীর। বিষয়টি লক্ষ করেছেন সলমন। তাই ভাইজানের কথায়, “আপনি এখন যে স্বরে আমার সঙ্গে কথা বলছেন, সেই ভিডিয়োয় কিন্তু সেই ভাবে কথা বলছিলেন না। সেই ভিডিয়োয় আপনার ভাবভঙ্গি অন্য রকম ছিল।” সঙ্গে সঙ্গে অশ্নীর বলেন, “আমি দুঃখিত আপনার খারাপ লেগে থাকলে। আমার উদ্দেশ্য এটা ছিল না।”

তবে এই সব বিষয় তাঁর উপর খুব এতটা প্রভাব ফেলতে পারে না বলে জানান সলমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement