Kartik Aryan

কার্তিক আরিয়ানকে নিয়ে দুশ্চিন্তায় তাঁর মা

৩০ নভেম্বর নিজের জন্মদিনের দিন কার্তিক তাঁর নতুন ছবির কথা ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৪:১৪
Share:

কার্তিক আরিয়ান।

ছেলে কার্তিক আরিয়ানকে নিয়ে বেজায় চিন্তিত তাঁর মা!

কেন?

সেই উত্তর পাওয়া যাবে কার্তিকের ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলে।

নতুন ছবি ‘ধামাকা’র শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি। শুভ কাজ শুরুর আগে দু'টি ছবি পোস্ট করেন কার্তিক। প্রথমটিতে তিনি জোড় হাত করে ভগবানকে প্রণাম করছেন। দ্বিতীয়টি হল মা বাবার সঙ্গে একটি সেলফি। আর এই ছবিতেই অভিনেতার মায়ের চিন্তিত বিষণ্ণ মুখ ধরা পড়ল। মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও অতিমারি কালে ছেলের শ্যুটিংয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তার ছাপ আড়াল করতে পারলেন না তিনি।

মজা করে কার্তিক লিখেছেন, ‘ঈশ্বরের নাম নিয়ে #ধামাকা শুরু করা যাক। ডান দিকে সোয়াইপ করুন আমার মায়ের চিন্তিত মুখটি দেখার জন্য’।

Advertisement

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

কার্তিকের এই পোস্টে বরুণ ধবন লিখেছেন, ‘বেস্ট অফ লাক কার্তিক। সাবধানে থেক’। কিছুদিন আগে বরুণও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

আরও পড়ুন: ‘চিনি’ সুগার লেভেল বাড়াবে না কমাবে? কী বলছে ট্রেলার?

৩০ নভেম্বর নিজের জন্মদিনের দিন কার্তিক তাঁর নতুন ছবির কথা ঘোষণা করেন। ‘ধামাকা’ একটি থ্রিলার ছবি, যা মুম্বই শহরের প্রেক্ষাপটে তৈরি হবে। অতিমারি শুরুর পর থেকে সে ভাবে কাজ করতে দেখা যায়নি কার্তিককে। সুতরাং ধরে নেওয়া যায়, তার পর থেকে এই প্রথম বাইরে বেরিয়ে কাজ করছেন অভিনেতা। এই দুঃসময়ে ছেলের সুরক্ষা নিয়ে তাই স্বাভাবিক ভাবেই চিন্তিত তাঁর মা।

আরও পড়ুন: ‘ফ্যালনা’ রোশনির নতুন ‘মেন্টর’ রাজ, বিপরীতে কে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement