Kartik Aaryan

‘বলিউডে সমানাধিকারের জন্য লড়াই করতে হয়’, কোন প্রসঙ্গে মুখ খুললেন কার্তিক?

চলচ্চিত্র জগতে পায়ের নীচে জমি শক্ত করতে অনেক পরিশ্রম করেছেন কার্তিক আরিয়ান। শোনালেন অতীত লড়াইয়ের আখ্যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৬:৩৯
Share:

কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

সম্প্রতি ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে কার্তিক আরিয়ানের অভিনয় দর্শকের পছন্দ হয়। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও সমকালীন প্রথম সারির তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তবে শুরুতে তাঁর সফর খুব একটা সহজ ছিল না। সম্প্রতি এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন কার্তিক।

Advertisement

চলচ্চিত্র জগতের শুরু দিনের স্মৃতি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কার্তিক বলেন, “ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে সুযোগ পাওয়া এবং নিজের কাজের জন্য প্রশংসা আদায় করে নেওয়া কঠিন এবং সেটা শেষ পর্যন্ত মনের উপর প্রভাব ফেলে। নতুন করে সবকিছু শেখার পরও সমানাধিকারের জন্য লড়াই করতে হয়।”

কার্তিক জানিয়েছেন, চলচ্চিত্র জগতের বাইরে থেকে কেউ এলে, তাঁকে অনেক ধৈর্য ধরতে হয়। কারণ, কাজ পেতে পরিশ্রম করতে হয়। কার্তিকের কথায়, “ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে আসাটা যে দুর্বলতা নয়, সেটা বুঝাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখনও পর্যন্ত আমি যা যা করেছি সবটাই নিজের পরিশ্রমে।”

Advertisement

কার্তিককে দর্শক এর পর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে দেখবেন। ছবিটি আগামী দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement