বাবা ছিলেন সেনাবাহিনীর কর্নেল। তাই ছোটবেলা কেটেছিল চরম শৃঙ্খলায়। ভালবাসতেন ক্রিকেট আর টেনিস। খেলেছেন রঞ্জি স্তরেও। কিন্তু পরে চলার পথ ঘুরে গিয়েছিল। এখন কাজের জায়গা বলিউড। বোন তারকা। কিন্তু হীনমন্যতায় না ভুগে দাদা কর্ণেশও নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন।
কর্ণেশের পরিবার আদতে উত্তরপ্রদেশের অযোধ্যার। তবে বোনের সঙ্গে তাঁর বেড়ে ওঠা দেহরাদূন ও বেঙ্গালুরুতে। পড়াশোনা সেনা স্কুলে। এখন কর্ণেশ থাকেন মুম্বইয়ে।
কর্ণেশের বাবা অজয়কুমার শর্মা সেনাবাহিনীর অফিসার। মা, অসীমা শর্মা গৃহবধূ। ক্রিকেটে অনূর্ধ্ব উনিশ স্তরে রনজি ট্রফিতে কর্নাটকের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তারপর অবশ্য আর ক্রিকেট নিয়ে এগোননি।
ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছেড়ে কর্ণেশ যোগ দেন মার্চেন্ট নেভিতে। তারপর আরও একবার পথপরিবর্তন।
এখন কর্ণেশ বলিউডের প্রযোজক । বোন অনুষ্কার সঙ্গে মিলে প্রযোজনা করেন। বোনের সঙ্গে ‘এন এইচ টেন’-এ কর্ণেশ ছিলেন সহ-প্রযোজক। দর্শক ও সমালোচক মহলে সমাদৃত হয়েছিল ছবিটি। পরবর্তী সময়ে প্রযোজনা করেছেন ‘পরী’, ‘ফিলৌরি’র মতো ছবিও।
বলিউডে ভাইবোনের প্রোডাকশন হাউজ বিশেষ দেখা যায় না। তার মধ্যে অনুষ্কা-কর্ণেশের সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ অন্যতম।
কিন্তু কেন মার্চেন্ট নেভির জীবন ছেড়ে বলিউডে? কর্ণেশ জানিয়েছেন, তাঁদের শৈশবে বিনোদনের একমাত্র উৎস ছিল সিনেমা। তাই বোনের মতো তিনিও ছবির সঙ্গে জড়িত থাকতে চান।
হিন্দির পাশাপাশি হলিউডের ছবি দেখতেও খুব ভালবাসেন কর্ণেশ। তাঁর প্রিয় ছবি ‘ট্রু লাইজ’।
বলিউডে তাঁর প্রিয় অভিনেতা আমির খান। অভিনেত্রীদের মধ্যে অবশ্য এগিয়ে রাখেন বোন, অনুষ্কাকেই।
অনুষ্কা-বিরাটের সঙ্গে কর্ণেশের ঘনিষ্ঠ সম্পর্ক। বোন অনুষ্কার মতো কর্ণেশও ভারতীয় সেনা-আধিকারিকের সন্তান হিসেবে খুবই গর্বিত। ছবি : সোশ্যাল মিডিয়া