Darjeeling

পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ‘শখের সেল্‌ফি’! পা ফস্কে খাদে পড়ে দার্জিলিঙে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

মৃতের নাম আলাহীন শেখ। বছর আঠারোর যুবকের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। কাজের সূত্রে চার মাস আগে শিলিগুড়ি গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:১০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দার্জিলিঙে বেড়াতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রের খবর, পাহাড়ে একটি ‘ভিউ পয়েন্ট’-এ দাঁড়িয়ে নিজস্বী (সেল্‌‌ফি) নিতে গিয়েছিলেন ১৮ বছরের আলাহীন শেখ। কিন্তু কোনও ভাবে পা ফস্কে খাদে পড়ে যান তিনি। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর যুবকের দেহ উদ্ধার করেছেন প্রশাসনের লোকজন।

Advertisement

মৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা-মাঝপাড়া গ্রামে। পরিবার সূত্রে খবর, মাস চারেক আগে নির্মাণকর্মীর কাজে শিলিগুড়ি আসেন আলাহীন। সঙ্গে এলাকার আরও কয়েক জন ছিলেন। যেখানে কাজ করছিলেন, সেখানে দিন দুয়েকের ছুটি পেয়ে শনিবার সকালে গাড়িভাড়া বন্ধু তথা সহকর্মীদের সঙ্গে দার্জিলিং বেড়াতে যান যুবক। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে দুর্ঘটনা হয়।

মৃতের আত্মীয় আব্দুল সামাদ বলেন, “শনিবার দুপুর নাগাদ আমরা খবর পাই, দার্জিলিংয়ের কোনও একটি পাহাড়ে ছবি তোলার সময় সেখান থেকে পা পিছলে পড়ে যায় আলাহীন। খাদে পড়ে যাওয়ার পর গুরুতর জখম হয় ও। রক্তাক্ত অবস্থায় ওকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে শুনলাম, চিকিৎসকেরা ওকে মৃত বলে ঘোষণা করেছেন। আজ (রবিবার) সন্ধ্যায় দেহ নিয়ে বাড়ি ফেরার কথা।’’

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য যুবকের দেহ দার্জিলিং থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সেই কাজ শেষ হলেই পরিবারের হাতে দেহ তুলে দেবে দার্জিলিং জেলা পুলিশ। এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে শোকস্তব্ধ যুবকের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement