Virat Kohli-Anushka Sharma

বিরুষ্কা-পুত্রের সঙ্গে দেখা নেটপ্রভাবীর! বাবা না কি মা, কার মতো দেখতে হল অকায়কে?

এখনও এক ঝলকও দেখা যায়নি ছোট ছেলে অকায়ের। এ বার এক নেটপ্রভাবী জানালেন, অকায়কে কার মতো দেখতে হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬
Share:

বিরাট-অনুষ্কার ছেলেকে কার মতো দেখতে হল? ছবি: সংগৃহীত।

ছবিশিকারিদের থেকে সন্তানদের আড়াল করে রাখেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কোনও ভাবেই দুই ছেলেমেয়েকে প্রকাশ্যে আনতে চান না তারকা দম্পতি। যদিও বড় মেয়ে ভামিকার মুখ ইতিমধ্যেই দেখেছেন অনেকে। নেটাগরিকের দাবি, ভামিকাকে দেখতে হয়েছে তাঁর বাবার মতো। কিন্তু এখনও একটু ঝলকও দেখা যায়নি ছোট ছেলে অকায়কে। এ বার এক নেটপ্রভাবী জানালেন, অকায়কে কার মতো দেখতে হয়েছে।

Advertisement

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, পাকাপাকি ভাবে লন্ডনের বাসিন্দা হতে চলেছেন বিরাট-অনুষ্কা। এই জল্পনার মাঝেই স্বাতী অস্থনা সৈনি নামে এক নেটপ্রভাবী দাবি করেছেন, অকায়কে স্বচক্ষে দেখেছেন তিনি। অকায়ের সঙ্গে দেখা করে তিনি একটি ভিডিয়োও তৈরি করেছেন। সেখানেই স্বাতীর দাবি, অকায়কে নাকি অবিকল তার মা অনুষ্কার মতো দেখতে হয়েছে। ভিডিয়োয় খুদেকে ‘গোলু গোবুচা’ বলেও সম্বোধন করেছেন তিনি। এই ভিডিয়ো সমাজমাধ্যমে এখন ভাইরাল।

ভিডিয়ো দেখে বিরুষ্কার অনুরাগীদের উত্তেজনা বেড়ে গিয়েছে কয়েক গুণ। অনেকেই মন্তব্য বিভাগে অকায়ের মুখ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার বিরুষ্কাকে লন্ডনে না যাওয়ার অনুরোধ করেছেন।

Advertisement

২০১৭ সালের ডিসেম্বরে সকলকে চমকে দিয়ে বিয়ে সেরেছিলেন ক্রিকেট তারকা ও অভিনেত্রী। বলা ভাল, তাঁরাই শুরু করেছিলেন ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর চল। তার পর থেকে একাধিক তারকা জুটি ভিন্‌দেশে গিয়ে বিয়ে সেরেছিলেন। ২০২১ সালে বিরাট-অনুষ্কার কোলে আসে প্রথম সন্তান— ভামিকা। তার তিন বছর পরেই ফের সুখবর দেন তারকা দম্পতি। ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার সংসারে আগমন অকায়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement