Alia Bhatt

Ranbir-Alia Wedding: প্রিয় ‘স্টুডেন্ট’ আলিয়ার মেহেন্দি! হলুদ কুর্তায় ‘বসন্তের দূত’ কর্ণ জোহর

কপূর-ভট্ট পরিবারের এই বিয়ে যে তারায় তারায় খচিত হবে, বুঝেছিলেন সবাই। তারই ঝলক চোখে পড়েছে মেহেন্দির দিন থেকেই। প্রিয় ছাত্রীর বিয়ে বলে কথা। শিক্ষক তো সাজবেনই! সজ্জায় সেই ধারা বজায় রেখেছেন কর্ণ জোহর। রণবীর কপূর-আলিয়া ভট্টের মেহেন্দিতে ঝলমলে হলুদ কুর্তায় তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৬:২৬
Share:

আলিয়ার মেহেন্দিতে যোগ দিলেন কর্ণ জোহর

প্রিয় ছাত্রীর বিয়ে বলে কথা। শিক্ষক তো সাজবেনই! সজ্জায় সেই ধারা বজায় রেখেছেন কর্ণ জোহর। রণবীর কপূর-আলিয়া ভট্টের মেহেন্দিতে ঝলমলে হলুদ কুর্তায় তিনি। এ ভাবেই ‘বসন্তের দূত’ হয়ে আসর মাতাতে উপস্থিত জোহর স্যর। চোখ ঢেকেছেন বড় আকারের রোদচশমায়। ছবি শিকারিরাও প্রথমে থমকে গিয়েছেন কর্ণকে দেখে। তার পরেই মুহুর্মুহু ক্যামেরার শাটারের শব্দ। পরিচালকের কুর্তায় এ দিন পেলব গোলাপি আর নীল সুতোয় ফুটেছে অজস্র ফুল। আঙুল জুড়ে আংটি।

রণবীর-আলিয়ার বিয়ের তারিখ ঘোষণা হতেই বলিউডে অলিখিত উৎসব। পাত্র পক্ষের বাড়ি বাস্তু সেজে উঠেছে আলোর মালায়। আলোয় আলোকময় কৃষ্ণা রাজ কপূর ভবনও। বাদ যায়নি আরকে স্টুডিয়োও। সেখানেও আলোর রোশনি। ১৩ এপ্রিল বাগদান হয়েছিল ঋষি কপূর-নীতু সিংহের। ৪৩ বছর পরে একই দিনে মেহেন্দির রঙে হাত রঙিন হচ্ছে এই প্রজন্মের কপূর খানদানের।

Advertisement

কপূর-ভট্ট পরিবারের এই বিয়ে যে তারায় তারায় খচিত হবে, বুঝেছিলেন সবাই। তারই ঝলক চোখে পড়েছে মেহেন্দির দিন থেকেই। কর্ণ জোহর ছাড়াও চলে এসেছেন করিশ্মা কপূর, করিনা কপূর খান। তারকা বোনেদের সাজও দেখার মতো। ভাইয়ের বিয়ে বলে কথা। করিনা সুন্দরী সাদা লেহঙ্গায়। করিশ্মা ‘বাসন্তী’ হলুদ আনারকলি সালোয়ারে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement