কঙ্গনার ছবি নিয়ে আপত্তি বাংলাদেশ সরকারের। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।
কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবি নিয়ে এমনিতেই ভারতে চাপা উদ্বেগ রয়েছে। এই ছবি মুক্তির বিরোধিতা করেছিলেন অনেকে। যদিও সব বাধা পেরিয়ে আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। কিন্তু কঙ্গনার ছবি নিয়ে আপত্তি প্রতিবেশী রাষ্ট্রের। বাংলাদেশে ‘ইমার্জেন্সি’র মুক্তিতে নিষেধাজ্ঞা।
এই ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তাঁর আমলে ১৯৭৫ সালে ভারতে যে একুশ মাস জরুরি অবস্থা জারি ছিল, সেই সময়কেই তুলে ধরা হয়েছে। এই ছবিতে চিত্রনাট্য লেখা, পরিচালনা ও অভিনয়, তিনটিরই দায়িত্ব পালন করেছেন কঙ্গনা। কিন্তু এমন বিষয় নিয়ে ছবি কেনই বা মুক্তি পাবে না বাংলাদেশে? সূত্রের খবর, এই সিদ্ধান্তের সঙ্গে ছবির বিষয়বস্তুর তেমন কোনও যোগ নেই। কিন্তু এই সময় দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই নাকি মুহাম্মদ ইউনূসের অন্তর্বতী সরকারের এমন সিদ্ধান্ত।
ইন্দিরা স্বাধীন বাংলাদেশের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন গোড়া থেকেই। মুক্তিযুদ্ধে সামরিক, অসামরিক সব রকম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ইন্দিরার সরকার। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করার পরে শেখ মুজিবুর রহমান এসেছিলেন কলকাতায়। ১৯৭২ সালের জানুয়ারি মাসে ইন্দিরা-মুজিব একসঙ্গে সমাবেশ করেন ব্রিগেডে। অভিজ্ঞজনের মতে, ওই সভার জনসমাগম এখনও অনতিক্রম্য নজির হয়ে আছে।