Dabidi Dibide Song

সিনেমার পর্দায় উর্বশীর সঙ্গে ‘দাবিডি দিবিডি’ নেচে খান্ত হননি, ফের নয়া বিতর্কে নন্দমুরি

‘দাবিডি দিবিডি’ নেচে প্রবল রোষের মুখে পড়তে হয় উর্বশী ও নন্দমুরিকে। এ বার নতুন করে বিতর্ক শুরু হল এই নাচ নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:২৪
Share:

উর্বশীর সঙ্গে নাচতে গিয়ে এ বার কী করলেন নন্দমুরি? ছবি: সংগৃহীত।

২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। কী ভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। প্রবল রোষের মুখে পড়তে হয় উর্বশী ও নন্দমুরিকে। যদিও বক্স অফিসে ছবি নাকি সফল হয়েছে, এমনই দাবি প্রযোজকদের। সই উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হন উর্বশী। কেক কাটেন নন্দমুরির সঙ্গে। তার পরই ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দু’জনে। সেখানেই উর্বশীর সঙ্গে নাচের মূল ভঙ্গিমা নাচতে শুরু করেন নন্দমুরি। এ বার সিনেমায় যা দেখানো হয়েছে, সেটা নিজের মতো করে বদলে নিয়েছেন নন্দমুরি। অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত ছুড়তে থাকেন অভিনেতা। অভিনেত্রী সরে সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের সমালোচনা ঝড় নেটপাড়ায়। শুধু এই ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমন জোরে হাত রাখেন তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটাই চোখে পড়েছে অনুরাগীদের। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি উর্বশী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement