Abhijeet Bhattacharya

গান নয়, দিলজিৎ মঞ্চে নাচতে ওঠেন! পঞ্জাবি শিল্পীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের

পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ। দাবি করলেন, দিলজিৎ নাকি মঞ্চে উঠে কেবল নাচেন, গান করেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:১০
Share:

অভিজিতের নিশানায় এ বার দিলজিৎ। ছবি: সংগৃহীত।

মন্তব্যের জন্য প্রায়ই বিতর্কে উঠে আসেন সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। কিছু দিন আগেই তাঁর নিশানায় পড়েছিলেন শাহরুখ খান, সলমন খান ও রণবীর কপূর। এ বার পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গায়ক। দাবি করলেন, দিলজিৎ নাকি মঞ্চে উঠে কেবল নাচেন, গান করেন না। অভিজিৎ এ-ও জানান, পয়সা খরচ করে কখনও দিলজিৎ বা কর্ণ অহুজার অনুষ্ঠান দেখতে তাঁর সন্তানেরা যাবেন না।

Advertisement

অনেক কম বয়স থেকে গানের অনুষ্ঠান করছেন অভিজিৎ। তখন মানুষ গান শুনতেই যেতেন অনুষ্ঠানে। লতা মঙ্গেশকরের মতো শিল্পীর অনুষ্ঠানেও মানুষ মন দিয়ে বসে গান শুনতেন। কেউ নাচতে যেতেন না। জানিয়েছেন অভিজিৎ। গায়কের কথায়, “আমার অনুষ্ঠানেও মানুষ মন দিয়ে গান শোনেন ও তার পরে করতালি দেন। এটাকেই অনুষ্ঠান বলেন। যাঁর কথা বলছি, অর্থাৎ দিলজিৎ দোসাঞ্জ, তিনি শুধু গাইতে ওঠেন না মঞ্চে। তিনি নাচেন।”

দিলজিৎ বা কর্ণ অহুজার অনুষ্ঠান নিয়ে গায়কের মন্তব্য, “কেউ এঁদের অনুষ্ঠানের টিকিট কাটবে না। এঁদের নাম না শুনে থাকলেই কেউ প্রাচীনপন্থী হয়ে যান না। আমার বাড়িতে এই সব অনুষ্ঠানের টিকিট পড়ে থাকে। আমার বাচ্চারা অন্যদের দিয়ে দেয় সেই সব টিকিট। ওরা পয়সা খরচ করে কখনও এই সব অনুষ্ঠান দেখতে যাবে না।”

Advertisement

কিছু দিন আগেই আমেরিকার পপ তারকা ডুয়া লিপা এসেছিলেন ভারতে অনুষ্ঠান করতে এসেছিলেন। ডুয়া তাঁর গান ‘লেভিটেটিং’-এর সঙ্গে মিলিয়ে দেন শাহরুখের ‘বাদশাহ’ ছবির গান ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’। করতালিতে ভরিয়ে দিয়েছিলেন শ্রোতারা। ছবিতে গানটি গেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সর্বত্র ডুয়ার সঙ্গে শুধুই শাহরুখের জয়জয়কার হচ্ছে। কোথাও তাঁর নামের উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিজিৎ। সেই প্রসঙ্গেও খোঁচা দিয়ে অভিজিৎ বলেন, “আগে বলিউডের তারকারা আমার গানে নাচতেন। আর এখন তো আমেরিকার তারকারাও আমার গানে নাচছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement