Kangana Ranaut

‘ওঁকে ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রাখা উচিত’, আইনজীবীকে তোপ কঙ্গনার

শুক্রবার সনিয়া গাঁধীর স্বামীর ( রাজীব গাঁধী) খুনিকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেছিলেন, ‘‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গাঁধী যেমন রাজীব গাঁধীর আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই রকম নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১২:৪৩
Share:

বাঁ দিকে কঙ্গনা এবং ডান দিকে আইনজীবী ইন্দিরা।

নির্ভয়া মামালায় নিগৃহীতার বাবা-মাকে চার জন ধর্ষককে ক্ষমা করার আর্জি জানিয়ে তোপের মুখে পড়েছিলেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। এ বার ইন্দিরার বিরুদ্ধে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

Advertisement

ইন্দিরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা বলেন, “ওই মহিলাকে ওই সব ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রেখে দেওয়া উচিত। কী রকম মহিলা উনি যে নাকি ধর্ষকদের প্রতি সমব্যথী? ওঁর মতো মহিলারাই রাক্ষসের জন্ম দেন। ”

এখানেই থামেননি কঙ্গনা। তাঁর বক্তব্য, “আমার মনে হয় না ধর্ষকদের এ ভাবে চুপচাপ মারা উচিত। এ ভাবে মেরে ফেলে কোনও ফায়দা নেই। ধর্ষকদের জনসমক্ষে প্রকাশ্যে রাস্তার উপর ঝোলানো উচিত।”

Advertisement

আরও পড়ুন-সৃজিতকে ‘প্যাঁচা’ বলে ডাকলেন মিথিলা!

শুক্রবার সনিয়া গাঁধীর স্বামীর ( রাজীব গাঁধী) খুনিকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেছিলেন, ‘‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গাঁধী যেমন রাজীব গাঁধীর আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই রকম নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’’

এর প্রেক্ষিতে আশা দেবী সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, ‘‘কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি, ওঁর (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’’

আরও পড়ুন-‘গৃহশিক্ষক অশালীন ভাবে ছোঁয়ার চেষ্টা করতেন’, দুঃসহ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

নির্ভয়ার মা এও জানান, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তাঁর বেশ কয়েক বার দেখা হয়েছে। কিন্তু কী ভাবে দিন কাটাচ্ছেন তিনি, তা এক বারও জানতে চাননি ইন্দিরা।

তাঁর কথায়, ‘‘ধর্ষকদের পক্ষ নিয়েই ওঁদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।’’ এ বার নির্ভয়ার মায়ের সুরেই ইন্দিরার বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement