ফাইল চিত্র।
ছবি তৈরির কর্মযজ্ঞে এখন যুযুধান দুই শিবির—বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রি। উৎকর্ষতার বিচারে কারা বেশি ভাল, তা নিয়ে বাগবিতণ্ডারও শেষ নেই। সম্প্রতি দক্ষিণী তারকা মহেশ বাবুর মন্তব্যে আগুনে ঘি পড়েছে। প্রতিক্রিয়ায় সরব হয়েছেন আরও অনেক অভিনেতা। সেই তালিকায় যোগ দিয়ে মুখ খুললেন ‘সদমা’-র অভিনেতা কমল হাসনও।
মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কমল বলেন, “উত্তর-দক্ষিণ বুঝি না, আমি ভারতীয় অভিনেতা। আঞ্চলিক দলাদলির অর্থ কী? আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করা ভারতীয় চলচ্চিত্রের লক্ষ্য হওয়া উচিত।”
‘চাচি ৪২০’-র নায়কের মতে, বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রি, সর্বত্রই প্রতিভাবান অভিনেতারা রয়েছেন। তাঁরা গোটা দেশের গর্ব। আর ভাষা? কমলের কথায়,“হিন্দি হোক বা ইংরেজি, চলচ্চিত্রের ভাষা চলচ্চিত্রই।”
তাই চলতি বিতর্কের থেকে বেরিয়ে ভাবনাকে সৃষ্টিশীল দিকে নিয়ে যাওয়ার পক্ষপাতী তিনি। কমলের পরামর্শ, “সম্পদ আমাদের কম নেই। ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে তবেই আমরা উন্নতির শিখরে পৌঁছব।”