Shah Rukh Khan

Aryan Khan: ছেলে নেশা করলে ধনকুবেরও ফকির! নাম না করেই শাহরুখকে খোঁচা বলি অভিনেতার

প্রমোদতরীর পার্টিতে মাদক নিয়েছেন, টানা ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদে কবুল শাহরুখ-পুত্রের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৩:১৪
Share:

আরিয়ানের জন্য আঙুল উঠছে শাহরুখের দিকেও।

প্রমোদতরীতে মাদক নিয়েছেন। কবুল করেছেন আরিয়ান নিজেই। সূত্রের খবর, টানা \জিজ্ঞাসাবাদের পর অভিযোগ মেনেছেন শাহরুখ-পুত্র। ব্যস! বোমা ফেটেছে তাতেই। বলিউড মুখে কুলুপ আঁটলেও চুপ করে থাকেননি অভিনেতা কমল আর খান। পরিস্থিতির সুযোগ নিয়ে নাম না করেই খোঁচা দিয়েছেন শাহরুখকে।

আরিয়ানের আটক হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই টুইট করেন তিনি। কমল লিখেছেন, ‘তুমি যত বড়ই ধনকুবের হও, তোমার ছেলে নেশা করলে তুমি ফকির। কারণ তাকে তুমি ঠিক শিক্ষা দিতে পারনি।’

Advertisement

কমলের মন্তব্যে সমর্থন জানিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার কমলের বিরুদ্ধেও। বলেছেন, শাহরুখের শিক্ষায় তাঁদের ভরসা আছে। তাই যত ক্ষণ পর্যন্ত আরিয়ানের বিরুদ্ধে কোনও অভিযোগ সত্যি প্রমাণিত না হচ্ছে, তত ক্ষণ তাঁকে কাঠগড়ায় তুলতে তাঁরা নারাজ।

রবিবার সকাল থেকে ধেয়ে আসা কটাক্ষ-কটুক্তির মাঝেই এখনও নিশ্চুপ শাহরুখ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরিয়ান। এ বার কি মুখ খুলবেন তিনি? ছেলেকে বাঁচাতে কী করবেন কিং খান? সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement