Shahrukh Khan

Aryan Khan: ‘বিশেষ তালিকায়’ নাম, মাদক পার্টির এক লক্ষ টাকা প্রবেশমূল্য লাগেনি শাহরুখ-তনয়ের

এনসিবি সূত্রে খবর, পার্টিতে যাঁরা শুধু মাদক সেবন করেছেন কিন্তু লেনদেন করেননি, এনডিপিএস কোর্টে শুধু তাঁদেরই তোলা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১০:৫০
Share:

শাহরুখের সঙ্গে আরিয়ান

কোনও রকম প্রবেশমূল্য ছাড়াই মাদকপার্টিতে প্রবেশ করার ছাড়পত্র পান শাহরুখ-পুত্র আরিয়ান। মাদকপার্টির প্রবেশমূল্য ছিল ১ লক্ষ টাকা।

মুম্বইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্তারা। আরিয়ান জানিয়েছেন, তাঁর নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় কোনও প্রবেশ মূল্য দিতে হয়নি তাঁকে।

কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরী থেকে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন দু'জন মহিলা। তাঁরা প্রত্যেকে দিল্লির বাসিন্দা। এখনও পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

Advertisement

আরিয়ান

এনসিবি সূত্রে খবর, পার্টিতে যাঁরা শুধু মাদক সেবন করেছেন কিন্তু লেনদেন করেননি, এনডিপিএস কোর্টে শুধু তাঁদেরই তোলা হবে। ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয়, জামিনও পেতে পারেন তাঁরা। কিন্তু সেই প্রমোদতরীর ঘর থেকে নেশা করার কাগজ উদ্ধার হয়েছে। যে পরিমাণ মাদক পাওয়া গিয়েছে, গ্রেফতার করার জন্য তা যথেষ্ট বলেই এনসিবিসূত্রে খবর। ইতিমধ্যেই মুম্বইয়ে এনসিবি-র দফতরের সামনে কড়া নিরাপত্তা। ৬ জন ব্যক্তিকে এই পার্টির উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement