Love Biye AajKaal

‘লভ বিয়ে আজকাল’-এর মঞ্চে আজীবন নীলাঞ্জনার পাশে থাকার প্রতিশ্রুতি যিশুর

আসছে নতুন সিরিয়াল ‘লভ বিয়ে আজকাল’। নেপথ্যে রয়েছেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ২০:০২
Share:

(বাঁ দিক থেকে) ওম সাহানি, নীলাঞ্জনা সেনগুপ্ত, মৌমিতা সরকার, যীশু সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

বহু বছর পর আবার প্রযোজনায় ফিরেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্ত। তাঁদের নতুন সংস্থার নাম ‘উজ্জ্বল যিশু সেনগুপ্ত প্রোডাকশন’। ইতিমধ্যেই তাঁদের প্রযোজিত সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে৷ এ বার আসছে নতুন সিরিয়াল ‘লভ বিয়ে আজকাল’। এই সিরিয়ালের মাধ্যমে প্রায় ১৩ বছর পর আবার ছোট পর্দায় দেখা যাবে ওম সাহানিকে। নায়িকা অবশ্য নতুন৷ নাম মৌমিতা সরকার৷ ব্যারাকপুরের মেয়ে। সেখানেই বেড়ে ওঠা। মডেলিং করতেন৷ এই শুরু অভিনয় জীবন।

Advertisement

তাঁর প্রথম সিরিয়ালের গল্প একেবারে অন্য ধরনের৷ চুক্তি বিয়ের প্রেক্ষাপটে তৈরি এই সিরিয়ালের গল্প। যদিও এ রকম গল্প বড় পর্দায় আগেও দেখেছেন দর্শক। সিরিয়ালের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ওম, মৌমিতা, নীলাঞ্জনা এবং যীশু। যদিও এই প্রযোজনার পিছনে সকলকৃতিত্ব স্ত্রীকেই দিয়েছেন যিশু। কারণ, তিনি একদমই কলকাতায় সময় দিতে পারেন না৷ গল্পে যদিও দেখানো হবে চুক্তি-বিয়ের কথা, কিন্তু বাস্তব জীবনে যিশু-নীলাঞ্জনার গল্পটা একেবারে আলাদা। অভিনেতা বললেন, "আমার আর নীলাঞ্জনার ১৯ বছর বিয়ে হয়ে গেল৷ এখন অনেকটা একই রকম দেখতে হয়ে গিয়েছি। এই কয়েক বছরে আমরা অনেকটা ভাইবোনের মতো হয়ে গিয়েছি। দু'জনে ভালবাসব, ঝগড়া করব। কিন্তু একে অপরকে ছেড়ে থাকতে পারব না।"

১৩ বছর পর ছোট পর্দায় ফিরে উত্তেজিত ওমও। আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বললেন, “প্রতি দিন কাজে যাওয়ার আনন্দটাই তো আলাদা। সেই প্রক্রিয়ায় যে ফিরতে পেরেছি সেটাই ভাল লাগছে। টেলিভিশন যে নিরাপত্তাটা দেয় সেটা খুবই বড় ব্যাপার।” ২৭ অগস্ট শেষ হবে ‘পঞ্চমী’। তার পর ২৮ অগস্ট থেকে শুরু হবে ‘লভ বিয়ে আজকাল’-এর সম্প্রচার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement