Jaya Seal Ghosh

একটা সবুজ জানলা আর একাকিত্ব, ফের বড় পর্দায় জয়া শীল

ফের বড় পর্দায় জয়া শীল ঘোষ। ৬৪ বছর বয়সি বৃদ্ধার ভূমিকায় অভিনয় করবেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ২০:৩৩
Share:

‘দ্য গ্রিন উইন্ডো’র পোস্টার

ফের বড় পর্দায় জয়া শীল ঘোষ। ৬৪ বছর বয়সি বৃদ্ধার ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবির নাম 'দ্য গ্রিন উইন্ডো'। এক খ্রিস্টান মহিলার একা হয়ে যাওয়া এই ছবির মূল কাহিনি। কিন্তু একা হয়ে যাওয়ার পরেও যে জীবন ফুরিয়ে যায় না, সেই বার্তা দিতে চাইছে 'দ্য গ্রিন উইন্ডো'।

Advertisement

একটি সবুজ জানলার গল্প বলবেন জয়া শীল। গল্পটি লিখেছেন মুম্বইয়ের বাঙালি পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। ইন্দিরার কথায়, "একটি বৃদ্ধাশ্রমের একটি জানলা। যে আসলে অনেক ঘটনার সাক্ষী। কিন্তু জীবনের আশার কথা বলে সে। আলো দেখায়। আর এক জন মায়ের গুরুত্ব যে কতটা, সে কথাও বলতে চেয়েছি এই ছবির মাধ্যমে।"

'দ্য গ্রিন উইন্ডো' নামে বই লিখেছেন ইন্দিরা। সেই বই থেকেই তাঁর এই ছবি। প্রযোজনা করছেন প্রীতি আগরওয়াল এবং জয়া শীল খোদ। সঙ্গীতায়োজন করেছেন বিক্রম ঘোষ এবং ক্যামেরায় ছিলেন রিঙ্গো অর্ণব বন্দ্যোপাধ্যায়। ছবির সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement