Jacqueline Fernandez

সলমনপ্রীতি

শোনা যাচ্ছে, জ্যাকলিন নাকি ‘গেন্দা ফুল’-এর ব্যাপারে আলোচনা করতেই সলমনের কাছে এসেছিলেন। লকডাউনের জেরে আটকে গিয়েছেন

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০২০ ০০:০১
Share:

সেই পোস্ট

কখনও লুকিয়ে লুকিয়ে সলমন খানের ওয়র্কআউটের ছবি তুলছেন। কখনও আবার ম্যাগাজ়িনের কভার োফটোশুটের জন্য, সল্লুর প্রিয় ঘোড়াকেই বেছে নিচ্ছেন। সেই ছবি ফলাও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হচ্ছে। লকডাউন পিরিয়ডে সলমনের পানভেলের ফার্ম হাউসে অভিনেতার সঙ্গেই রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। তাঁর এ হেন সলমনপ্রীতি দেখে এখন চাপা গুঞ্জন বলিউডে।

Advertisement

সেই ফার্মহাউসে সলমনের পরিবার এবং বান্ধবী ইউলিয়া ভন্তুরও রয়েছেন। নেটিজনেরা মজা করে বলতে শুরু করেছেন, জ্যাকলিন কি তবে ‘কাবাব মে হাড্ডি’? শোনা যাচ্ছে, জ্যাকলিন নাকি ‘গেন্দা ফুল’-এর ব্যাপারে আলোচনা করতেই সলমনের কাছে এসেছিলেন। লকডাউনের জেরে আটকে গিয়েছেন। তাই এখানে থেকেই ম্যাগাজ়িনের জন্য ফোটোশুট থেকে সলমনের সঙ্গে খুনসুটি— সবই করছেন। সম্প্রতি সলমনের ঘোড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন জ্যাকলিন, যেটি একটি ম্যাগাজ়িনের কভার ফটোও। সেই ম্যাগাজ়িনেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘‘করোনাকে ঘিরে মানুষের যন্ত্রণাটা বুঝি। তবে আমি একটি ফার্মহাউসে সুরক্ষিত রয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement