Tiger

পর্দায় কি আর ফিরবে টাইগার?

সলমন-আলির সম্পর্ক এমনিতে বেশ ভালই। ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘সুলতান’, ‘ভারত’... একসঙ্গে পরপর ব্লকবাস্টার দিয়েছেন দু’জনে। কিন্তু ‘ভারত’ থেকেই শুরু হয়েছে সলমন-আলির সমস্যা।

Advertisement

দীক্ষা দত্ত

মুম্বই শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

সলমন খান ও আলি।

সলমন খানের মেজাজমর্জি বোঝা ভার। তবে ইন্ডাস্ট্রির সকলেই জানেন, ভালবাসলে সলমন বন্ধুর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারেন। আর সামান্যতম সমস্যা হলে সম্পর্ক ছিন্ন করে দিতে পিছপা হন না ভাইজান। এ বার চিড় ধরেছে পরিচালক আলি আব্বাস জ়াফরের সঙ্গে সলমনের বন্ধুত্বে।

Advertisement

সলমন-আলির সম্পর্ক এমনিতে বেশ ভালই। ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘সুলতান’, ‘ভারত’... একসঙ্গে পরপর ব্লকবাস্টার দিয়েছেন দু’জনে। কিন্তু ‘ভারত’ থেকেই শুরু হয়েছে সলমন-আলির সমস্যা। সূত্রের খবর, ‘ভারত’ রিলিজ় করার দিন তিনেক আগে ছবিটি দেখেন সলমন। কিন্তু ছবির ফাইনাল কাট তখন মোটেও পছন্দ হয়নি অভিনেতার। সলমন তার পরেই নাকি আলিকে জানিয়েছিলেন যে, অ্যাকশন আর ইমোশন ছাড়া ছবি ভাল চলবে না। স্বাভাবিক ভাবেই, প্রত্যাশা থাকলেও ইদে মুক্তি পাওয়া ‘ভারত’ বেশ কম ব্যবসা করেছিল। যেখানে ‘টাইগার...’ ও ‘সুলতান’ ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ভারত’ কোনও ক্রমে ২০০ কোটির অঙ্কে পৌঁছয়। সলমন আগে থেকেই ‘ভারত’-এর ভাগ্য বুঝতে পেরেছিলেন বলে আলির সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। সেই সময়ে আলির সঙ্গে সলমনের বাক্‌বিতণ্ডা চরমে ওঠে। ছবিমুক্তির পরে সলমনের আশঙ্কা অনুযায়ী ব্যবসা খারাপ হলে, অভিনেতা নাকি আলির সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন বলে শোনা যায়।

এই ঝগড়ায় মধ্যস্থতার চেষ্টা করেছিলেন অনেকেই। কিন্তু দু’জনের ঝগড়া তো মেটেনি, উল্টে কাজের ক্ষেত্রে সমস্যা বেড়েছে। আর পরিচালক-অভিনেতার দ্বন্দ্বে সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন আদিত্য চোপড়া। টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম দু’টি ছবির অভাবনীয় সাফল্যের পরে তৃতীয় ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন সলমন। আগামী বছরেই ফ্লোরে যাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু সলমনের ব্যস্ত শিডিউল দেখে টাইগারের তৃতীয় ছবির ভাগ্য নিয়ে কেউই নিশ্চিত হতে পারছেন না। অভিনেতা এখন ব্যস্ত ‘দবং থ্রি’র শুটিংয়ে। এর পরেই তিনি ব্যস্ত হয়ে যাবেন ‘ইনশাল্লাহ’য়। সেই ছবির ১৫০ দিনের শিডিউল শেষ হওয়ার কথা আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ। তার পরে টাইগারের সিকুয়েলের কথা থাকলেও সলমন ডেট দিয়ে রেখেছেন রোহিত শেট্টিকে। ফলে আলির পরিচালনায় টাইগার থ্রির কাজ নিয়ে অনিশ্চয়তা রয়েছেই। যশ রাজ ফিল্মস থেকে সলমন-আলির সমস্যা মেটানোর অনেক চেষ্টা করা হলেও, কোনও দিকেই বরফ গলছে না বলে খবর।

Advertisement

সমস্যার শেষ এখানেই নয়। আরও দু’টি চিত্রনাট্য এর মধ্যে সলমনের বেশ পছন্দ হয়েছিল। তিনি কাজ করতেও রাজি ছিলেন। সেই ছবি দু’টির মধ্যে একটির পরিচালনা করার কথা ছিল আলির। অতুল অগ্নিহোত্রী ‘ভেটেরান’ নামে একটি কোরিয়ান ছবির স্বত্ব কিনেছিলেন। সেটিই পরিচালনা করার কথা ছিল আলির। সেই ছবিও স্থগিত। সলমন নাকি অতুলকে আরও দক্ষ কোনও পরিচালককে খোঁজ করার কথা বলেছেন।
ফলে আলির প্রতি রাগ যে বাড়ছেই, তা সহজেই অনুমেয়।

সলমনের রোষে পড়লে ক্ষতিগ্রস্ত হবেন আলিই। হাতে এখন পরপর বিগ বাজেট ছবি সলমনের। টাইগার ফ্র্যাঞ্চাইজ়িও দর্শকের কম প্রিয় নয়। তাই তাঁদের কথা ভেবে কি দু’জনেই ফের হাত মেলাবেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement