Nikhil Jain

বিরহে কাতর নিখিল? ইনস্টাগ্রামে অভিমান, ‘উও চাঁদ কাঁহা সে লাওগে!’

বিচ্ছেদের কথা এখনও মুখে উচ্চারণ করেননি। অথচ কলকাতা-দিল্লির দূরত্বটুকুও সহ্য করতে পারছেন না নিখিল জৈন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৫
Share:

নুসরতের জন্য মন কেমন নিখিলের?

বিচ্ছেদের কথা এখনও মুখে উচ্চারণ করেননি। অথচ কলকাতা-দিল্লির দূরত্বটুকুও সহ্য করতে পারছেন না নিখিল জৈন। স্ত্রী নুসরত জাহানের উদ্দেশ্যে তাই কি অভিমান মাখানো ইনস্টাগ্রাম? ক্যাপশন, ‘উও চাঁদ কাঁহা সে লাওগে!’
নেট মাধ্যমে সম্পর্কে চিড় ধরার খবর জানাজানি হতেই নেট মাধ্যমেই নিজের কথা বলছেন নিখিল। প্রেম দিবসে প্রায় স্পষ্ট করেই বলেছিলেন, ‘এখনও কেউ একই আছে’। অর্থাৎ, যশ দাশগুপ্তের সঙ্গে সাংসদ-তারকা স্ত্রী-র রসায়ন গড়ে উঠলেও তিনি শুধুই নুসরতের প্রতীক্ষায়।

সেই রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের প্রকাশ্যে অভিমান নিখিলের। দিল্লিতে নিজের বাড়ির ছাদ ভেসেছে জোৎস্নায়। অতীত স্মৃতিতে ডুবেছেন তিনি, এমন চাঁদনি রাতেই স্বামীর সঙ্গে করবা চৌথ পালন করেছেন নুসরত। রঙিন হয়েছেন দোল পূর্ণিমায়। হয়তো রাত জেগেছেন এক সঙ্গে। যশ কি সেই চাঁদ এনে দিতে পেরেছেন নুসরতকে? কিংবা নুসরত যশকে?

ইনস্টাগ্রামে যেন সেই অভিমানেই জ্বলছে বিরহী নিখিলের মন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement