12th Fail Movie

মনোজ শর্মার জীবন নিয়ে ‘টুয়েলভ্‌থ ফেল’-এর গল্প, তবু তিনি পেলেন না এক নয়া পয়সা!

মুক্তির এত দিন পরও বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভ্‌থ ফেল’ ছবি নিয়ে চর্চা অব্যহত। অথচ যাঁর জীবন নিয়ে এই ছবি, সেই মনোজ শর্মাই এক পয়সাও পাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৯
Share:

আইপিএস মনোজ শর্মা। ছবি: সংগৃহীত।

গত বছর ২৭ অক্টোবর মাসে মুক্তি পায় বিক্রান্ত মাসে অভিনীত ছবি ‘টুয়েলভ্‌থ ফেল’। লেখক অনুরাগ পাঠকের ‘টুয়েলভ্‌থ ফেল’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির গল্প আসলে আইপিএস মনোজ শর্মার জীবনীচিত্র। এই ছবি দেখার জন্য হলের বাইরে লম্বা লাইন দেখা না গেলেও, ওটিটিতে সুপারহিট। দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিক্রান্ত ও মেধা শঙ্করের অভিনয়। মুক্তির এত দিন পরও বিধু বিনোদ চোপড়ার এই ছবি নিয়ে চর্চা অব্যহত। সাধারণত কারও জীবনীচিত্র করলে তাঁকে একটা সান্মানিক দেওয়ার চল রয়েছে। তবে এই ক্ষেত্রে ঘটল ব্যতিক্রমী ঘটনা। এক পয়সাও পাননি আইপিএস মনোজ শর্মা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ শর্মা জানান, এই ছবির আসলে তিনি নিজেই কোনও অর্থ নিতে চাননি। কার হিসেবে আধিকারিক জানান, তিনি কখনও কারও থেকে কোনও অর্থ নেননি। কারও কাছে আর্থিক সাহায্যের প্রত্যাশাও করেন না। মনোজ বলেন, ‘‘আমি ভীষণই সৎ, ঠিক যেমনটা আমার চাকরি পাওয়ার সময় ছিলাম। আমার স্ত্রীও ঠিক তাই। আমি ও আমার স্ত্রী সরকারি চাকরির যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ঠিক করে নিই, হিরে বা অন্যান্য গয়না পরবে না। আমরা একে অপরকে উপহারও দিই না। বিশেষ দিনগুলিতে আমরা চিঠি লিখি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement