Badshah

বাদশার বিরুদ্ধে চুরির অভিযোগ

গানটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নিন্দের ঝড় উঠেছে বাদশার নামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ০০:২৬
Share:

বাদশা ও জ্যাকলিন

সম্প্রতি বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশার গাওয়া ‘লাল গেন্দা ফুল’ নামে একটি সিঙ্গল মুক্তি পেয়েছে, যেখানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। হিন্দি সেই গানের পাঞ্চলাইন বাংলার লোকশিল্পী রতন কাহারের লেখা ‘বড়লোকের বিটি লো’। অথচ যে গানটি মুক্তি পেয়েছে, তাতে গীতিকার হিসেবে নাম লেখা বাদশার। গানটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নিন্দের ঝড় উঠেছে বাদশার নামে। উঠেছে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগও। গানটির প্রযোজনা সংস্থা সোনি মিউজ়িকের বিরুদ্ধেও উঠেছে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ। ১৯৭২ সালে রতন কাহার গানটি লিখেছিলেন। তার পরে ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তী গানটি রেকর্ড করেন। এক কুমারী মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল রতনের, তাঁর কাছ থেকেই এই গান লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। পরবর্তী কালে পাহাড়ি সান্যালের উদ্যোগে আকাশবাণীতেও গান করেছেন সেই বিস্মৃতপ্রায় শিল্পী। এই অভিযোগের বিরুদ্ধে এখনও পর্যন্ত বাদশা ও সোনি মিউজ়িক কোনও বিবৃতি দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement