Adrija Roy

Krushal-Adrija: ‘আঁখো হি আঁখো মে শয়তানি হো গ্যয়ি!’ এ বার নেটাগরিকদের উদ্দেশে মুখ খুললেন অদ্রিজা রায়?

নেপথ্যে বেজে ওঠা গানই যেন অদ্রিজার হয়ে বলে দিয়েছে সব কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২১:৫১
Share:

অদ্রিজা রায়।

আনন্দবাজার অনলাইনকে কিছু দিন আগেই জানিয়েছেন, ‘‘প্রতিদিন ইনস্টাগ্রামে মেসেজ আসে। ‘এই ঘটনা সত্যি?’ এই এক প্রশ্নে আমি জেরবার।’’ এ বার কি নেটাগরিকদের উদ্দেশে মুখ খুললেন অদ্রিজা রায়? তাঁর আর ক্রুশল আহুজার মধ্যে প্রেম আছে না নেই, সেই প্রশ্নের জবাব কি রিল ভিডিয়োয় দিলেন অভিনেত্রী?

বুধবার ভাগ করে নেওয়া এক ঝলকে অভিনেত্রী বেছে নিয়েছেন হালফিলের মিউজিক ভিডিয়ো ‘পানি পানি’। পঞ্জাবি র‍্যাপ গায়ক বাদশা এবং আস্থা গিলের গাওয়া ‘সঁইয়া নে দেখা অ্যায়সে’-র সঙ্গে অদ্রিজা শুধুই ছন্দে দুলেছেন। নেপথ্যে বেজে ওঠা গান যেন তাঁর হয়ে বলে দিয়েছে সব কথা। পিচ রঙের ঘাঘরা-চোলি পরা অভিনেত্রীও যেন তুলনায় অনেক শান্ত, স্থিতধী। ভিডিয়ো শুরু হয়েছে গানের তাৎপর্যপূর্ণ পঙক্তি দিয়ে, ‘উসনে মুঝে ছুঁয়া ভি নহি, অ্যায়সা ব্যায়সা কুছ হুয়া ভি নহি’। অর্থাৎ, ‘সে আমাকে ছুঁয়েও দেখেনি। তেমন কিছুই হয়নি আমাদের মধ্যে’। গান বলছে, যা হয়েছে পুরোটাই চোখে চোখে! চোখের এক ইশারাতেই কাবু তিনি।

Advertisement

এই গান দিয়ে রিল ভিডিয়ো বানানো যদিও এখন ‘ট্রেন্ড’। তবু অদ্রিজা এই গান বাছতেই টনক নড়েছে বহু জনের। প্রশ্নও উঠেছে, তবে কি এখনও সম্পর্কে আছেন ক্রুশল-অদ্রিজা? অভিনেত্রীর দাবি, বিষয়টি নিয়ে তিনি বা ক্রুশল কেউই অযথা মাথা ঘামাচ্ছেন না। তাঁরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে অদ্রিজার নতুন ওয়েব সিরিজ ‘দুজনে’। এই সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় প্রথম পা রেখেছেন সোহম চক্রবর্তী-শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্য দিকে ক্রুশল ব্যস্ত ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিক নিয়ে। জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে তিনি কেন্দ্রীয় চরিত্র কর্ণ সেন। খুব শিগগির তাঁকে প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের আগামী হিন্দি ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

অদ্রিজার দাবি, এত ব্যস্ততার মধ্যেও তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। যোগাযোগও রয়েছে। তবে গুজব নিয়ে সরাসরি মুখ খোলেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement