Huma Qureshi

অভিনেত্রীর ‘বিশেষ ছবি’ সোনাক্ষীর ফোনে! ‘ওঁর ফোন হারালে আমার সমস্যা হবে’ বললেন হুমা

চলতি বছরের নভেম্বরের গোড়ায় মুক্তি পেতে চলেছে ‘ডবল এক্সএল’ ছবিটি। সেই ছবির প্রচারে একটি শোয়ে এসে বহু গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী হুমা কুরেশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১০:১৫
Share:

সোনাক্ষী সিন্‌হার ফোন হারানো নিয়ে বেশি চিন্তিত হুমা কুরেশি। —ফাইল চিত্র।

অতিমারির সময়। ছবির শুটিং চলাকালীন লন্ডনে দু’সপ্তাহ গৃহবন্দি দশায় ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি এবং সোনাক্ষী সিন্‌হা। সঙ্গে ছিলেন ছবির অন্য দুই অভিনেতা জাহির ইকবাল এবং মহৎ রাঘবেন্দ্র। সেই সময় চার জন এমন অনেক মজার মূহুর্ত কাটিয়েছেন, যা তাঁদের সকলের ফোনে বন্দি হয়ে রয়েছে বলে জানান হুমা। ‘‘আমরা ওই সময় এমন জিনিস করতাম যার ছবি বা ভিডিয়ো কেউ দেখলে মুশকিল হয়ে যাবে’’ বলেও জানান অভিনেত্রী।

Advertisement

চলতি বছরের নভেম্বরের গোড়ায় মুক্তি পেতে চলেছে সত্রম রামানি পরিচালিত ‘ডবল এক্সএল’ ছবিটি। সেই ছবির প্রচারে ‘কপিল শর্মা শো’-এ অতিথি হিসাবে এসেছিলেন হুমা কুরেশি, সোনাক্ষী সিন্‌হা, জাহির ইকবাল, মহৎ রাঘবেন্দ্র-সহ পরিচালক সত্রমও। এই শোয়ে এসে নিজেদের বহু গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী হুমা।

তিনি জানান, লন্ডনে থাকার সময় প্রথম দুই-তিন দিনের মধ্যে আমরা খুব ভাল বন্ধু হয়ে যাই। সিরিজ় দেখা থেকে শুরু করে গেম খেলা— প্রায় সবকিছুই একসঙ্গে করতাম। কোনও মজার ঘটনা ঘটলেই তা রেকর্ড করার জন্য সকলের হাতে ফোন চলে আসত। সোনাক্ষীর ফোনে তাঁর এমন অনেক ছবি রয়েছে, এমনকি সোনাক্ষীর সঙ্গেও তাঁর এমন ‘বিশেষ ছবি’ রয়েছে যা প্রকাশ্যে এলে সমস্যায় পড়বেন তিনি।

Advertisement

‘‘আমি খুব ভয়ে ভয়ে থাকি। সোনাক্ষীর ফোন যদি কোনও দিন হারিয়ে যায় তা হলে ফোনের সমস্ত ছবি, ভিডিয়ো হারিয়ে যাবে। কারও হাতে সেই ছবিগুলো পড়লে আমার যা সমস্যা হবে তা কল্পনাতীত’’ বললেন হুমা।

‘ডবল এক্সএল’ ছবিতে ক্রীড়া উপস্থাপকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে হুমা কুরেশিকে। শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষীকে দেখা যাবে দিল্লির এক পোশাকশিল্পীর ভূমিকায়। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সোনাক্ষীর চর্চিত প্রেমিক জাহির ইকবাল। ক্যামিও চরিত্রে দেখা যাবে ক্রিকেটার শিখর ধবনকে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম কাজ শিখরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement