Hrithik Roshan

কঙ্গনার বিরুদ্ধে বয়ান রেকর্ড করাবেন হৃতিক

শোনা যায়, ২০১৩-১৪ সালে অল্প সময়ের জন্য ডেট করেছিলেন হৃতিক এবং কঙ্গনা, পরবর্তীকালে যা তিক্ততায় শেষ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৫৭
Share:

হৃতিক ও কঙ্গনা ফাইল ছবি

পাঁচ বছরেরও বেশি সময় ধরে জের চলছে তাঁদের কলহের। আজ, শনিবার হৃতিক রোশন মুম্বই ক্রাইম ব্রাঞ্চে নিজের বক্তব্য রেকর্ড করাবেন কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। যে খবর পেয়ে হৃতিককে ফের ‘সিলি এক্স’ বলে উল্লেখ করে কঙ্গনাও তাঁকে একহাত নিয়েছেন।

Advertisement

শোনা যায়, ২০১৩-১৪ সালে অল্প সময়ের জন্য ডেট করেছিলেন হৃতিক এবং কঙ্গনা, পরবর্তীকালে যা তিক্ততায় শেষ হয়। হৃতিকের করা মেল প্রকাশ্যে এনে কঙ্গনা তাঁর ‘সিলি এক্স’ হিসেবে উল্লেখ করেন হৃতিককে, যা অস্বীকার করে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হৃতিক। ২০১৬ সালে হৃতিকের করা অভিযোগ অনুযায়ী, তাঁর ই-মেল আইডি থেকে অন্য কেউ কঙ্গনাকে মেল করেন। পরস্পরকে দোষারোপের পালা চলতেই থাকে। শেষে ২০২০ সালে হৃতিকের আইনজীবীর অনুরোধে মামলাটির দায়িত্ব নেয় ক্রিমিনাল ইনটেলিজেন্স ইউনিট। হৃতিক তাঁর বয়ান রেকর্ড করাতে যাবেন খবর পেয়ে কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে, আর আমার সিলি এক্স এখনও সেখানেই দাঁড়িয়ে রয়েছে, যেখানে সময় আর কখনও ফিরে যাবে না।’ হতিক অবশ্য সোশ্যাল মিডিয়ায় কোনও বাগ্বিতণ্ডায় জড়াননি। এর জবাব যে তিনি আইনি পথেই দেবেন, তা তাঁর পদক্ষেপেই স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement