Hrithik Roshan

১০০ কোটির ফ্ল্যাটে থাকবেন হৃতিক-সাবা? একত্রবাস নিয়ে মুখ খুললেন অভিনেতা

প্রায় বছরখানেক ধরে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন। খুব শীঘ্রই নাকি একত্রবাস শুরু করবেন তাঁরা জল্পনা বলিউডে। এ বার সেই প্রসঙ্গে টুইট করে বসলেন অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ০৯:৪৬
Share:

গুজব ওড়ালেন হৃতিক। ফাইল চিত্র।

সুজ়ান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হৃতিক রোশনের সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের একাধিক অভিনেত্রীর। কিন্তু হৃতিকের জীবনে বসন্ত হয়ে এসেছেন সাবা আজাদ। এই দুই তারকার সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। চলতি বছর করবা চৌথের দিন সাবার সঙ্গে তাঁর সম্পর্কে নিজেই সিলমোহর দেন হৃতিক। তবে হৃতিক-সাবা জুটি হয়ে প্রথম বার সংবাদমাধ্যমের সামনে আসেন কর্ণ জোহরের ৫০ বছরের জন্মদিনের অনুষ্ঠানে। তার পর খুব বেশি সময় না নিয়ে সাবার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন হৃতিক। এ বার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টুইটও করলেন হৃতিক। তাঁকে এবং সাবাকে নিয়ে রটে যাওয়া জল্পনায় বিরক্ত অভিনেতা।

Advertisement

সম্প্রতি গুজব ছড়ায় খুব শীঘ্রই সাবা ও হৃতিক নাকি একত্রবাস শুরু করবেন। মুম্বইয়ের মন্নত নামের একটি বাড়িতে ১৫ ও ১৬ তলায় ১০০ কোটি টাকা দিয়ে ডুপ্লে কিনেছেন হৃতিক। সেখানেই নতুন সংসার পাতবেন তাঁরা। জুহু-ভারসোভা সংযুক্ত রাস্তার উপর সমুদ্রমুখী এই ডুপ্লেতে থাকবেন হৃতিক-সাবা। এই মুহূর্তে জোরকদমে চলছে ফ্ল্যাটের অন্দরসজ্জা। কাজ শেষ হলে সেখানে থাকা শুরু করবেন তাঁরা। রবিবার সেই জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন অভিনেতা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘‘এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। জানি আমাদের জীবন নিয়ে কৌতূহল রয়েছে, কিন্তু ভুয়ো খবর না ছড়ানোই ভাল।’’

হৃতিকের মুক্তি পাওয়া শেষ ছবি ‘বিক্রম-বেধা’। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি সেই ছবি। এ বার হৃতিকের অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, তাঁর পরবর্তী ছবি ‘ফাইটার’-এর জন্য। আদ্যোপান্ত একটি অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে তাঁকে। হৃত্বিক ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement