bengali film

‘নিউ নর্মাল’ জীবনে কতটা বেঁচে আছে মন, বলবে ‘সিন্ডিকেট’

‘সিন্ডিকেট’ বাংলা ছবি হলেও, এর গল্পে রয়েছে আন্তার্জাতিক প্রেক্ষাপট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৪:৪৪
Share:

‘সিন্ডিকেট’-এ সাহেব এবং সৌরসেনী।

হাজার হাজার মানুষের ক্ষতি, শয়ে শয়ে মানুষের মৃত্যুর মতো ঘটনা, কতটা ছুঁয়ে যায় আমাদের? খবরের শিরোনাম পেরিয়ে প্রতি দিনের এই সব মর্মান্তিক ঘটনা কতটা মনে থাকে? এটাই কি ‘নিউ নর্মাল’? বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে এমন সাত-পাঁচ প্রশ্ন উঁকি দিয়েছিল পরিচালক শেখর ঘোষের মনে। সেখান থেকেই তাঁর ছবি ‘সিন্ডিকেট’-এর গল্পের শুরু। জানালেন পরিচালক নিজেই।
এটিই শেখরের প্রথম ছবি। ‘সিন্ডিকেট’ বাংলা ছবি হলেও, এর গল্পে রয়েছে আন্তার্জাতিক প্রেক্ষাপট। ঘটনার কেন্দ্রে কলকাতা থাকলেও তাই এই ছবির গল্পে ধরা পড়ে গোটা পৃথিবীর একটা চেহারা। পরিচালক বলছেন, ‘‘ছবিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হয়েছে। দর্শকের তা খুব ভাল লাগবে বলে আশা রাখি।’’
এই ছবিতে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য, সৌরসেনী মৈত্র, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, চন্দন সেনের মতো নামজাদা শিল্পীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement