Saayoni Ghosh

ফের বিজেপি-সায়নী ‘যুদ্ধ’, যৌনকর্মী বলে কটাক্ষ সৌমিত্রের, কড়া জবাবে অভিনেত্রী

সায়নী ঘোষ বুঝিয়ে দিলেন, ‘যৌনকর্মী’ কথাটায় তিনি অপমানিত হননি। তার একমাত্র কারণ, সব পেশাকেই তিনি সমান গুরুত্ব দিয়ে দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২২:৫২
Share:

সায়নী ঘোষ ও সৌমিত্র খান

বিজেপি-র সঙ্গে ফের ‘যুদ্ধ’ শুরু অভিনেত্রী সায়নী ঘোষের। তাঁকে পরোক্ষে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যার পাল্টায় সরব হলেন সায়নী। বললেন, ‘‘এ সব বলে বিজেপি সাংসদ নিজেই নিজেকে ছোট করলেন।’’

Advertisement

রাজ্য বিজেপি-র যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় ভাষণ দেওয়ার সময়ে টলি পাড়ার ‘বিরোধী কণ্ঠস্বর’-এর দিকে আঙুল তোলেন। তিনি বলেন, ‘‘দক্ষিণ কলকাতায় কিছু ফিল্ম আর্টিস্ট আছেন, যাঁরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২ লক্ষ টাকা করে স্যালারি পান, তাঁরা বলছেন, শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে তাতে কন্ডোম পরিয়ে শিব পুজো করা হোক। দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। যারা শিবলিঙ্গকে বা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।’’

এ ব্যাপারে সায়নীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনন্দবাজার ডিজিটালকে বলেন, ‘‘মানুষের বৃত্তিকে গালাগালের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা নতুন প্রবণতা দেখতে পাচ্ছি। কেউ কেউ ভাবছে, ‘হিজড়ে’ বা ‘যৌনকর্মী’ বলে দিলে অপমান করা যায়। কিন্তু আমি সব পেশাকে সমান নজরে দেখি।’’ সায়নী বললেন, ‘‘রাগে, শোকে ওঁর ভারসাম্য হারানোটাই স্বাভাবিক।’’

Advertisement

সৌমিত্রর ‘যৌনকর্মী’ মন্তব্যের পর সায়নী কোনও আইনি পদক্ষেপ করতে চান না। তাঁর মতে, ‘মহিলাদের সম্মান করা এঁদের রক্তে নেই’। আর তাই, বাংলার মা বোনেদের জন্য চিন্তা হচ্ছে অভিনেত্রীর। সায়নীর যুক্তি, ‘‘উনি সম্পূর্ণ কিছু নতুন গল্প তৈরি করছেন। যে কথাগুলো আমি উচ্চারণই করিনি, সেগুলোকে তুলে আনছেন। আজ আবার নতুন একটা কথা শুনলাম, আমি নাকি দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছি! মানুষকে যে কী বোঝাতে চাইছেন, তিনিই জানেন। ওঁর নামে মামলা করাই যায়, কিন্তু এমন বেফাঁস বা বোকা কথা বলার জন্য তাঁর নিজের দলের লোকেরাই ওঁকে পছন্দ করেন না। আমি তাই আলাদা করে কিছুই করতে চাই না।’

বুধবারের সভায় সৌমিত্র জানিয়েছিলেন, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে সাইকেল নয়, স্কুটার উপহার দেওয়া হবে পড়ুয়াদের।

এরও জবাব দিয়েছেন সায়নী। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘স্কুটার দেবেন খুব ভাল কথা। কিন্তু সেটা চলবে না তো। পেট্রল, ডিজেলের যা দাম... আপনি হয়তো ফ্রি তে পান তাই মাথা ঘামান না’। সৌমিত্রকে সায়নীর পরামর্শ, ‘‘যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাঁদের পাশে একটু দাঁড়ান ও দায়িত্ববান হোন।’’ তবে সায়নীর পাল্টা জবাবে সৌমিত্র বৃহস্পতিবার রাত পর্যন্ত কোথাও কোনও মন্তব্য করেননি।

এর আগেও সায়নীর সঙ্গে টুইটযুদ্ধ বাধে বিজেপি নেতা তথাগত রায়ের। শেষমেশ তা আইনি লড়াই অবধি গড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement