entertainment

গুপি যেমন হেঁড়ে গলায় গাইতে গাইতে গায়েন, আমিও আচমকাই অভিনেত্রী: জয়া আহসান

তাঁর উপলব্ধি, ‘আমি অভিনয়কে আবিষ্কার করিনি। অভিনয় আমাকে আবিষ্কার করেছে।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১২:৪৯
Share:

জয়া আহসান, অভিনেত্রী।

Advertisement

২০০৪ থেকে ২০২১। টানা ১৭ বছর বিনোদনের দুনিয়ায় নানা রূপে জয়া আহসান। অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, নেপথ্য গায়িকা, সব ভূমিকাতেই সফল তিনি। এই সাফল্য তিনি অভিনয়কে আবিষ্কার করে পেয়েছেন না অভিনয় তাঁকে? সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল জয়াকে। ভাবতে বেশিক্ষণ সময় লাগেনি দুই বাংলার প্রথম সারির অভিনেত্রীর। তাঁর উপলব্ধি, ‘আমি অভিনয়কে আবিষ্কার করিনি। অভিনয় আমাকে আবিষ্কার করেছে।’

Advertisement

তার পরেই যেন টাইম মেশিনে চেপে পলকে পিছিয়ে গেলেন অভিনয় জীবনের একদম গোড়ায়। কী দেখলেন ফেলে আসা সময়? ১৭ বছরের স্মৃতি বলছে, এক দিনের জন্যও তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। অভিনয়ে আসা নিছকই কাকতালীয়। অনেকটাই, ‘সত্যজিৎ রায়ের গুপি যেমন গাইতে গাইতে গায়েন আমিও আচমকাই অভিনেত্রী।’ জয়ার কথায়, সিনেমা, অভিনয় যে অতি গুরুত্বপূর্ণ একটি শিল্প, জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়ার শক্তিশালী মাধ্যম সে সব না বুঝেই ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন তিনি।

এ ভাবেই ধীরে ধীরে অভিনয় হয়ে উঠেছে তাঁর ভালবাসার জায়গা। তাঁর জীবন। ‘আমি যখন অভিনয় করে আনন্দ পেতে শুরু করলাম, তখনই বুঝতে পারলাম আমার মুক্তির পথ, জীবনের সব কিছুই অভিনয়’, স্বীকারোক্তি জয়ার। তাই ১৭ বছরে অনেক বার পড়ে গিয়েছেন, হোঁচট খেয়েছেন। আবার উঠেও দাঁড়িয়েছেন। বাধা পেরিয়ে শক্ত পায়ে হেঁটে গিয়েছেন। জয়ার জোরালো দাবি, ‘আমার ছিল জেদ।’

জয়া তাই আজীবন কৃতজ্ঞ অভিনয়ের কাছে। কারণ, আজ পর্যন্ত যত মানুষের ভালবাসা কুড়িয়েছেন সবটাই এই অভিনয়ের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement