Jaya Ahsan

পোশাক নিয়ে অকারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে জয়া আহসান

পাশাপাশি, জয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর শুভানুধ্যায়ীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৭:০৭
Share:

জয়া আহসান।

ট্রোলিং যেন এখন সব কিছুতেই! কারও বিয়ে থেকে শুরু করে কারও ডিভোর্সের খবর, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠেনি, এমন কোনও বিষয় খুঁজে পাওয়া দায়। দিন কয়েক আগেই আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেছিলেন, সোশ্যাল মিডিয়াটা খেলার জায়গা হয়ে গিয়েছে। তাঁর সে কথার সঙ্গেই যেন হুবহু মিলে যায় বাস্তব চিত্র।

Advertisement

শনিবার সকালেই ফের ছুটল কুরুচিকর মন্তব্যের বন্যা। তবে ফোকাস শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন বা অনির্বাণের সিঁদুর পরানোর ধরন নয়। এ বার বিষয়বস্তু জয়া আহসানের পোশাক। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।

ছবি পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা। তবে তার মধ্যেই নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। অবলীলায় তাঁরা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরনের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই ভরে যায় অভিনেত্রীর পোস্ট।

Advertisement

আরও পড়ুন: শাহরুখ-সলমনদের থেকে পিছিয়ে পড়া চাঙ্কি সফল হতে কেন পাড়ি দেন বাংলাদেশ

পাশাপাশি, জয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের তীব্র ভর্ৎসনা করতে দেখা গিয়েছে।

নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়।

তবে এ ধরনের ট্রোলিং বা মন্তব্য নিয়েই কখনওই মাথা ঘামাননি জয়া। নিজের কাজ মন দিয়ে করে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখেন অভিনেত্রী।

আরও পড়ুন: জন্মদিনে চেন্নাইয়ে ঋত্বিকা, তামিল ছবির শ্যুটে ব্যস্ত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement