Durnibar Saha Birthday

‘এই প্রথম খুব শান্তিতে জন্মদিন কাটাচ্ছি’, বিয়ের পরের জন্মদিন কী ভাবে কাটছে দুর্নিবারের?

ফেব্রুয়ারিতে ধুমধাম করে বিয়ে করেছেন দুর্নিবার সাহা এবং মোহর সেন। বিয়ের পরের জন্মদিনটা কেমন কাটাচ্ছেন দুর্নিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৭:০৮
Share:

ছাদের ধারে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে দুর্নিবার-মোহর। দু’জনের মুখেই চওড়া হাসি। ছবি: ফেসবুক।

১৪ এপ্রিল গায়ক দুর্নিবার সাহার জন্মদিন। বিয়ের পর এই তাঁর প্রথম জন্মদিন। মনের মানুষ ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেছেন তিনি। ফেব্রুয়ারিতে চারহাত এক হয়েছে। তাই বিয়ের পর জন্মদিনটা একটু অন্য রকমই কাটছে দুর্নিবারের। রাত ১২টা বাজতেই মিষ্টি শুভেচ্ছা এল স্ত্রী মোহরের (ঐন্দ্রিলা) থেকে।

Advertisement

বিয়ের পরের দিনের ছবি। ছাদের ধারে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে। দু’জনের মুখেই চওড়া হাসি। মোহর লেখেন, “একটা হ্যালোতেই আমাদের যাত্রা শুরু। শুভ জন্মদিন আজকের জন্য এবং আগামী প্রতিটা দিনের জন্য।”

এই বিশেষ দিনটা কী ভাবে কাটাচ্ছেন তাঁরা? আনন্দবাজার অনলাইনকে দুর্নিবার জানালেন, ‘‘এই প্রথম বার খুব শান্তিতে জন্মদিনটা কাটেছে। বিয়ের পর প্রথম জন্মদিন তো, তাই একটু বেশিই স্পেশ্যাল।’’

Advertisement

তা হলে এই দিনটা ঠিক কী ভাবে কাটাচ্ছেন গায়ক? তাঁর স্পষ্ট উত্তর, ‘‘এই দিনটা বছরের আর পাঁচটা দিনের মতোই। কাজে কাজেই কাটছে।’’

সকাল থেকে বাড়িতেই নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন দিনটা। বৌ কী দিলেন দুর্নিবারকে? তিনি বলেন, ‘‘মোহর একটা দারুণ মিষ্টি উপহার দিয়েছে। যা আমার দৈনন্দিন জীবনে কাজে লাগবে৷ তবে ও আমায় কী দিয়েছে, সেটা সবাইকে জানাতে চাই না।’’

মোহর-দুর্নিবারের টলিপাড়ার অন্যতম চর্চিত বিয়ে। টলিপাড়ার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামনে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন। সাত পাকে ঘোরা থেকে মালাবদল, সিঁদুরদান— প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি। টলিপাড়ায় মোহরের পরিচয় প্রসেনজিতের সহকারী হিসাবে৷ নিজের টিমের প্রতিটি সদস্যকে নিজের পরিবারের মতোই মনে করেন নায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement