Eid 2025

‘অল্প বয়সে উদ্‌যাপন নিয়ে উদ্দীপনা থাকত, এখন আর! ইদ যাপনের ইচ্ছে কি কমে গেল পরীর?

ছেলেমেয়ের জন্য কেনাকাটা সেরে ফেলেছেন। ইদে নিজের জন্য আদৌ কি কিছু কিনলেন পরীমণি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৮:৪৪
Share:
পরীমণির ইদ উদ্‌যাপন কেমন?

পরীমণির ইদ উদ্‌যাপন কেমন? ছবি: তুরান মুন্সী।

পরীমণির ছোটবেলার ইদ কেমন ছিল? আর পাঁচ জন কিশোরীর মতোই। নতুন জামা, আঙুলে নেলপলিশ, মেহেন্দির কারুকাজ, ভালমন্দ খাওয়াদাওয়া — সব কিছুই টানত তাঁকে। আর এখন? নায়িকার মতে, এখন আর আগের সেই উন্মাদনা নেই।

Advertisement

কেন উদ্‌যাপনে অনীহা তাঁর? কোন কারণে উদ্‌যাপনের মুহূর্তগুলো আগের মতো টানে না তাঁকে?

শুক্রবার বাংলাদেশের সংবাদমাধ্যম নায়িকার কাছে জানতে চেয়েছিল। এ বছর তাঁর ইদ উদ্‌যাপন নিয়ে যে ইতিমধ্যেই কৌতূহলী অনুরাগীরা। তারই জবাব দিয়ে গিয়ে পরীমণি বলেন, “ছোট থেকে অনাথ। নানাভাইয়ের কাছে মানুষ। তাই ইদ নিয়ে খুব উল্লাস করার মতো পরিস্থিতি কোনও দিনই ছিল না। কিন্তু নানা চাইতেন, আমি আনন্দ করি। তা ছাড়া, আমার বয়সটাও কম। নতুন জামা, আঙুলে নেলপলিশ, মেহেন্দির টান দেখতে খুব ভাল লাগত। তাই ইদের উদ্‌যাপনে আলাদা আকর্ষণ ছিল।”

Advertisement

ক্রমে বয়স বেড়েছে। দায়িত্বও বেড়েছে নায়িকার। এক দিকে তিনি রুপোলি পর্দার খ্যাতনামী। অন্য দিকে, দুই সন্তানের মা। সদ্য নতুন মায়েদের জন্য পোশাক বিপণিও খুলেছেন অভিনেত্রী। এত কিছু সামলে আগের মতো উল্লাসে মেতে ওঠার সময় কই তাঁর? তার মধ্যেও নিজের জন্য কয়েকটি শাড়ি কিনতেই হয়েছে। দুই সন্তান পদ্ম আর সাফিরা সুলতানা প্রিয়মের জন্য পোশাক কিনেছেন। ওঁদের মুখ চেয়েই নিজেকে সাজাবেন, জানিয়েছেন পরী মণি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement