Bollywood Shooting In Bengal

হিন্দি ধারাবাহিক ‘আহট’-এর শুটিং চলছে বর্ধমান রাজবাড়িতে, নেপথ্যে বাংলার প্রযোজনা সংস্থা

প্রযোজনা সংস্থা এসভিএফ হিন্দি ধারাবাহিক প্রযোজনা করতে চলেছে। ‘আহট’ ধারাবাহিকের জন্য শুটিং চলছে বর্ধমান রাজবাড়িতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৫:৫২
Share:
শ্রীকান্ত মোহতার হিন্দি ধারাবাহিকে হিতেশ ভরদ্বাজ।

শ্রীকান্ত মোহতার হিন্দি ধারাবাহিকে হিতেশ ভরদ্বাজ। ছবি: সংগৃহীত।

ফেডারেশনের একুশে আইনের জেরে নাকি বাংলায় কাজ করতে চায় না বলিউড, এমন অপবাদ দীর্ঘ দিনের। খবর, সেই অপবাদ মুছে হিন্দি ধারাবাহিকের শুটিং চলছে বর্ধমান রাজবাড়িতে। সৌজন্যে প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি। জুটির প্রযোজনা সংস্থা এসভিএফ জাতীয় স্তরের এক চ্যানেলের জন্য ‘হরর কমেডি’ ঘরানার ধারাবাহিক নির্মাণ করছে। তারই শুটিং চলছে জোরকদমে। পাঁচ দিন ধরে চলবে এই শুটিং।

Advertisement

আরও খবর, পরিচালক থেকে কাহিনি-চিত্রনাট্যকার, অভিনেতা— সকলেই হিন্দি ধারাবাহিকের শিল্পী। নায়কের ভূমিকায় অভিনয় করছেন হিতেশ ভরদ্বাজ। ‘গুম হ্যায় কিসি কে প্যায়ার মেঁ’ ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে। প্রসঙ্গত, এই ধারাবাহিকের মাধ্যমে হিন্দি ধারাবাহিকের দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রীকান্ত-মহেন্দ্র। খবর, টলিউডের পাশাপাশি বলিউডেও আধিপত্য বিস্তারের লক্ষ্য তাঁদের।

এ দিকে শুটিংয়ের খবর ছড়াতেই বাংলা টেলিপাড়ায় ফিসফাস শুরু। বছরের শুরুতে প্রায় মাস দেড়েক ধরে এই ধারাবাহিকের শুটিং হয়েছিল টেকনিশিয়ান্স স্টুডিয়োয়। হিন্দি অভিনয় দুনিয়ার পাশাপাশি বাংলার একঝাঁক অভিনেতা যুক্ত ছিলেন। তালিকায় চান্দ্রেয়ী ঘোষ, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, চিত্রনাট্য লিখেছিলেন সাহানা দত্ত। পরিচালনায় ‘অনুরাগের ছোঁয়া’-খ্যাত পরিচালক অনুপম হরি। দেড় মাস পরে সেই শুটিং আচমকা বন্ধ হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement