কলকাতা নগর দায়রা আদালত বাড়ি থেকে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিয়েছে। —প্রতীকী চিত্র।
তাঁর শরীর খারাপ। বেশ কয়েক বার আদালতে সাক্ষ্য দেওয়ার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের মামলায় তাঁর মা মাধবী সরকার এ বার বাড়ি থেকে ভার্চুয়ালি সাক্ষ্য দেবেন। আজ, মঙ্গলবার তাঁর সেই সাক্ষ্য দেওয়ার কথা। মাধবীর আইনজীবী শুভেন্দু সাহা জানিয়েছেন, প্রৌঢ়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সম্প্রতি কলকাতা নগর দায়রা আদালত বাড়ি থেকে তাঁর সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিয়েছে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মাধবীর সাক্ষ্য গ্রহণ হবে। এর জন্য মাধবীর কাঁকুড়গাছির বাড়িতে সব রকম ব্যবস্থা করার জন্য সিবিআই-কে বলেছে আদালত।
২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন মারধর করে এবং গলায় তার পেঁচিয়ে কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎকে খুন করা হয় বলে অভিযোগ। নারকেলডাঙা থানার এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কলকাতা হাই কোর্টের নির্দেশে বর্তমানে মামলাটি শিয়ালদহ আদালত থেকে কলকাতা নগর দায়রা আদালতে স্থানান্তর করা হয়েছে। মাধবীর এখন সাক্ষ্যগ্রহণ চলছে। তাঁর বড় ছেলে তথা বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার জানান, হাই কোর্ট নির্দেশ দিয়েছে, মাধবীকে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্সে আদালতে নিয়ে যাওয়ার জন্য। প্রসঙ্গত, এর আগে শিয়ালদহ আদালতে এবং নগর দায়রা আদালতে সাক্ষ্য দেওয়ার সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মাধবী।
সোমবার শুভেন্দু বলেন, ‘‘এর আগে বাড়ি থেকে মাধবীর ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণের জন্য শিয়ালদহ আদালতে আর্জি জানানো হয়েছিল। কিন্তু শিয়ালদহ আদালতে পরিকাঠামোগত অভাবের কারণে তা সম্ভব হয়নি। এ বার নগর দায়রা আদালতে সিবিআইয়ের তরফ থেকে অভিজিতের মায়ের বাড়ি থেকে ভার্চুয়াল সাক্ষ্য
গ্রহণের আর্জি জানানো হয়। আদালত সেই আর্জি মঞ্জুর করেছে।’’ আজ, মঙ্গলবার বাড়ি থেকে মাধবীর সাক্ষ্যগ্রহণের সময়ে আদালতের এক অফিসার সেখানে হাজির থাকবেন। মাধবীর আইনজীবীরা থাকবেন আদালতে।
অসুস্থ মাধবীর বাড়ি থেকে ভার্চুয়াল সাক্ষ্য গ্রহণের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অন্য আইনজীবীরা। প্রবীণ আইনজীবী ইয়াসিন রহমান বলেন, ‘‘এখন শুনানি থেকে বিচারের অনেক কাজই ভার্চুয়ালি করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে বাড়ি থেকে এমন সাক্ষ্যগ্রহণ বিচার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।’’ আর এক আইনজীবী সেলিম রহমান বলেন, ‘‘কোনও সাক্ষী অসুস্থ থাকলে, তাঁর সাক্ষ্যের গুরুত্ব বিচার করে বিচারকের তাঁর বাড়িতে গিয়ে সাক্ষ্য নেওয়ার বিধান আইনে রয়েছে। কিন্তু বাড়ি থেকে সাক্ষীর ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণ করা হলে সময় অনেক বাঁচবে।’’