Amber Heard returns on big screen

জনি ডেপের বিরুদ্ধে মামলায় সর্বস্বান্ত অ্যাম্বার, আবার ঘুরে দাঁড়াচ্ছেন কী ভাবে?

জনির বিরুদ্ধে মানহানির মামলা লড়তে গিয়ে সব সঞ্চয় খোয়া গিয়েছিল অ্যাম্বারের। উল্টে তাঁকে আইনি প্যাঁচে হারিয়ে ১১৬ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন জনি। মেয়েকে নিয়ে স্পেনে চলে গিয়েছিলেন অ্যাম্বার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৯:৪২
Share:

অ্যাম্বার হার্ড। —ফাইল চিত্র

মামলা-মকদ্দমায় জেরবার হয়ে উঠেছিলেন হলিউড অভিনেতা জনি ডেপের প্রাক্তন স্ত্রী, তথা অভিনেত্রী অ্যাম্বার হার্ড। প্রচারের আলো থেকে বেশ কিছু দিন দূরে সরে ছিলেন। অবশেষে কিছুটা সামলে উঠেছেন তিনি, শীঘ্রই বড় মঞ্চে জনসমক্ষে আসতে চলেছেন অ্যাম্বার।

Advertisement

জনির বিরুদ্ধে মানহানির মামলা লড়তে গিয়ে সব সঞ্চয় খোয়া গিয়েছিল অ্যাম্বারের। উল্টে তাঁকে আইনি প্যাঁচে হারিয়ে ১১৬ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন জনি। মেয়েকে নিয়ে স্পেনে চলে গিয়েছিলেন অ্যাম্বার। বেচে দিতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার বাড়িটিও। মেয়েকে নিয়ে প্রচারের বৃত্তে থাকতে চাননি অভিনেত্রী। তবে ইতিমধ্যেই রপ্ত করে নিয়েছেন স্পেনের ভাষা। নতুন করে পথ চলার জন্য মানসিক ভাবেও প্রস্তুত অ্যাম্বার।

স্পেনে পাপারাৎজ়ির সঙ্গে কথা বলার সময় অ্যাম্বার অবশ্য জানান, হলিউড পুরোপুরি ছেড়ে দেননি তিনি। কিছু কাজও আছে হাতে। সম্প্রতি জানা গেল তাঁর প্রত্যাবর্তনের খবর।

Advertisement

‘অ্যাকোয়াম্যান’-এর অভিনেত্রী অ্যাম্বার খুব শীঘ্রই আমেরিকার এক চলচ্চিত্র উৎসবেে রেড কার্পেটে হাঁটবেন। তাঁর অভিনীত ‘ইন দ্য ফায়ার’ ছবির জন্যই এই মর্যাদাব্যঞ্জক চলচ্চিত্র উৎসবে যাওয়া। ২৪ জুন হবে ছবিটির প্রিমিয়ার উৎসব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement