Tollywood

প্রেমের ঈশ্বর মর্ত্যে এসে প্রেমে পড়লেন! হে ভগবান!

রাজদীপ, সৌরভ, রূপসা— প্রত্যেকেই তাঁর স্নেহের মানুষ। সৌরভকে ছোট থেকে বড় হতে দেখেছেন। ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে তাঁর ছোট মেয়ের ভূমিকায় ছিলেন রূপসা। সেকথা মনে রেখেই অরিন্দম বললেন,“সব মিলিয়ে একটা ঘনিষ্ঠ, সুন্দর পরিবেশে কাজ করতে খুব মজা লেগেছে।”

Advertisement

মৌসুমী বিলকিস

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৯:১২
Share:

সৌরভ দাস এবং রূপসা চট্টোপাধ্যায়

মানুষের প্রতি মানুষের ভালবাসা কমে যাচ্ছে। বাড়ছে হিংসা। চারপাশে তাকালেই তার অজস্র নজির। স্বর্গে দেবতারা চিন্তায়। শেষমেশ ঠিক হয় মানুষের মধ্যে ভালবাসা জাগাতে মদন দেবকে পাঠানো হবে মর্ত্যে। কিন্তু মদন দেব ছুটিতে। তাই তার জায়গায় নিয়োগ করা হয় মদন টু-কে। মদন টু কি পারবে মর্ত্যে ভালবাসা জাগাতে? এই প্রশ্নেরই উত্তর খুঁজবে জি বাংলা সিনেমা অরিজিনালস্‌-এর ফিল্ম ‘হে ভগবান’।

Advertisement

ফিল্মের অন্যতম পরিচালক রাজদীপ ঘোষ বললেন, “স্বর্গ আর মর্ত্যের গল্প। মর্ত্যে ভালবাসা কমে গিয়ে হিংসা বাড়ছে। সেটাকে কী করে রোধ করা যায় সেই চেষ্টা করছেন ভগবান বিষ্ণু।”

বিষ্ণুর চরিত্রে অরিন্দম গঙ্গোপাধ্যায় যোগ করলেন, “কর্পোরেট হতে হতে মানুষের জীবনে ভালবাসা কমে যাচ্ছে। পৃথিবীতে ভালবাসা ফিরে আসুক, এটাই ফিল্মের মূল বক্তব্য।”মদন টু-এর ভূমিকায় সৌরভ দাস।ভালবাসা কি জাগাতে পারলেন? তাঁর উত্তর: “প্রেমের ভগবান মর্ত্যে এসেছিল ভালবাসা জাগাতে। সেখান থেকে প্রেমের ভগবানই প্রেমে পড়ে যায়।”

Advertisement

আরও পড়ুন: ‘অভিষেককে খুব মিস করব’ কেন বললেন ‘প্রাক্তন’ রানি ?

মদন টু প্রেমে পড়ে মর্ত্যের এক মেয়ে সিমপি-র। সেই ভূমিকায় রূপসা চট্টোপাধ্যায়। বললেন, “যেহেতু আমাদের গল্পের বেসটা কমেডি, ভীষণ মজা করে শুট হয়েছে। আমরা অন স্ক্রিনেও মজা করেছি, অফ স্ক্রিনেও মজা করেছি।”

রূপসার সঙ্গে সৌরভের এটাই প্রথম কাজ। সৌরভ বললেন, “ওকে প্রথম চিনলাম। ফুল পাগল। সেজন্য প্রথম দু’দিন আমরা শুধু কাজই করেছি, বেশি কথা বলিনি। পরে আমাদের ‘জেল’ হয়। তারপর খুবই ভাল বন্ধুত্ব হয়ে যায়। কাজ করে খুবই ভাল লেগেছে। খুব ভাল অভিনয় করেছে। অনেক দূর যাবে।”

বিষ্ণুর চরিত্রে অরিন্দম গঙ্গোপাধ্যায়

শুটের ফাঁকে আপনি তো সহ-অভিনেতার সঙ্গে খুব মজা করেন। এখানেও করেছেন? সৌরভ অকপট, “হ্যাঁ, চুল টেনে দিই, চিমটি কাটি। কিন্তু সত্যি বলতে, রূপসার সঙ্গে বেশি কিছু করতে পারিনি। ঘুরিয়ে দু’ ঘা দিয়ে দিলে শেষ হয়ে যেতাম। মারকুটে, টমবয়িশ। হাঁটে যেরকমভাবে... ডন ডন একটা ব্যাপার। কোনও মেয়েসুলভ আচরণ নেই।”

রূপসা হাসছেন, “মার খেত তো, ভীষণ মার খেত। কিছু বললেই মেরে দিতাম। সেজন্য আমার সঙ্গে খুব একটা দুষ্টুমি করতে পারত না। বলেছে যে, ‘একটা প্রথম হিরোইন পেলাম এরকম, যার পিছনে লাগতে পারছি না, সেই আমার পিছনে সারাক্ষণ লেগে থাকছে।’ হা হা হা...”

আরও পড়ুন: বাংলা ছবির হালহকিকত: এ বছরের উল্লেখযোগ্য ৫

রাজদীপ, সৌরভ, রূপসা— প্রত্যেকেই তাঁর স্নেহের মানুষ। সৌরভকে ছোট থেকে বড় হতে দেখেছেন। ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে তাঁর ছোট মেয়ের ভূমিকায় ছিলেন রূপসা। সেকথা মনে রেখেই অরিন্দম বললেন,“সব মিলিয়ে একটা ঘনিষ্ঠ, সুন্দর পরিবেশে কাজ করতে খুব মজা লেগেছে।”

রাজদীপ ঘোষ এবং চিত্রভানু বসুর পরিচালনায় ফিল্মটি প্রচারিত হবে রবিবার, ২২ ডিসেম্বর বেলা একটায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement